ভারতের হয়ে তার প্রথম টি-টোয়েন্টি খেলার ১৬ বছর পর, দীনেশ কার্তিক শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছয়ে নেমে দꦺুরন্ত হাফসেঞ্চুরি করেন। যা জাতীয় দলের জার্সিতে এই ফর্ম্যাটে তাঁর প্রথম অর্ধশতরান। আর কর্তিকের রানের হাত ধরেই ভারত ৮২ রানের বড় ব্য়বধানে জিতে সিরিজে সমতা ফেরায়।
এ দিকে ঋষভ পন্ত, যিনি এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন, তাঁর বেহাল দশা। পারফরম্যান্স একেবারে তলানিতে। ভুলভাল শট খেলে আউট হচ্ছেন বারবার। তুলনায় ൲৩৭ বছরের কার্তিক কিন্তু অনেক বেশি আগ্রাসী মেজাজে রয়েছেন। এর༒🐭 ফলে ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কাকে বেছে নেবে, তা নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।
আইপিএল ২০২২-এ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জার্সিতে দুরন্ত পারফরম্যান্সের পর যখন ক্রিকেট বিশেষজ্ঞরা ৩৭ বছরের তারকাকে জাতীয় দলে নেওয়ার জন্য সরব হন, তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন ওঠে, উইকেটকিপার হিসেবে কে থাকবেন টিমে? ইদানীং দলে ইশান কিষাণ এবং সঞ্জু স্যামসনক💞ে যুক্ত হতে দেখা গ⛄িয়েছে। কার্তিককে তাই দলে ফিরতে নিজের সেরাটা নিংড়ে দিতে হয়েছিল।
আরও পড়ুন: রাহুলের পরিবর্ত হিসেবে ইংল্যান𒆙্ড উড়ে যেতে প𝄹ারেন মায়াঙ্ক, সহ-অধিনায়ক সম্ভবত পন্ত
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের ট📖ি-টোয়েন্টি সিরিজের চার ইনিংসে এখনও পর্যন্ত কার্তিক ১৫৮.৬ স্ট্রাইক রেটে ৯২ রান করেছন। এবং প্রতি ৩.৮ বলে বাউন্ডারি হাঁকিয়েছেন। ডেথ ওভারে কার্তিক প্রতি ৩.২ বলে একটি বাউন্ডারি সহ ১৮৬.৭ স্ট্রাইকরেটে ৮৪ রান করেছেন। অন্য দিকে পন্ত চার ইনিংসে মাত্র ১০৫.৬ স্ট্রাইকরেটে মাত্র ৫৭ রান করেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।