শুভব্রত মুখার্জি: ভারতীয় বক্সিংয়ের জগতে নিঃসন্দেহে কিংবদন্তি তিনি। তিনি মেরি কম। বিশ্ব বক্সিংয়ে এমন কোনও পদক নেই যা তিনি জেতেননি। এই মুহূর্তে চোট সারানোর লড়াই চালাচ্ছেন তিনি। ডাক্তারি পরিভাষায় তাঁর ‘এসিএল’ ছিড়ে গিয়েছিল। ছিঁড়ে যাওয়া এসিএলের সার্জারিও হয়েছে তাঁর। সেখান থেকেই সেরে ওঠার লড়াই চালাচ্ছেন তিনি। এমন পরিস্থিতিতেই সম্প্রতি তাঁর কেরিয়ার নিয়ে মুখ খুলেছেন মেরি কম। তাঁর🦹 ধারণা এখনও ৩-৪ বছর তিনি খেলা চালিয়ে যেতে পারবেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেছেন এই সময়ে তিনি তাঁর প্রো কেরিয়ারও শুরু করে ভালো করতে পারবেন।
আরও পড়ুন… ম্যাচ হারলেও IPL 2023 Points Table-এ নিজেদের জায়গা ধরে রাখল LSG, এগ🍰িয়ে গে༒ল RCB
💛ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ শর্মার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার তদন্ত করছে যে ওভারসাইট কমিটি তার প্রধান হিসেবে কাজ করছেন মেরি কম। যদিও বিতর্কিত বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি তিনি। ২০২০ টোকিও অলিম্পিক্সে নিজের দ্বিতীয় অলিম্পিক পদক জয়ের সুযোগ হারান তিনি। ২০২২ সালের কমনওয়েলথ গেমস চলাকালীন জুন মাসে তাঁর এসিএলে গ্রেড-৩ ‘টিয়ার’ দেখা যায়। অর্থাৎ ছিঁড়ে গিয়েছিল। এরপর অস্ত্রোপচার করে আপাতত ঠিক রয়েছেনꦦ তিনি।
আরও পড়ুন… আমার চটুল জোকস শেয়ার করার পার্টনার ফ্যাফ ডু'প্লেসি: বিরাট কোহ𝓡লি
কলকাতায় পিসি চন্দ্র পুরস্কারে এসে মেরি কম জানিয়েছেন, ‘এই মুহূর্তে চোটের অবস্থা আগের থেকে অনেকটাই ভালো রয়েছে। আমি ঠিক করে হাঁটতে পারছি।দৌড়াতেও পারছি। তবে খুব শক্ত জায়গায় এটা পারছি না। সম্প্রতি আমি ট্রেডমিলেও দৌড়াতে দৌড়াতে শুরু কর﷽েছি। নিজেকে যতটা সম্ভব পুশ করছি। আশা করছি এক মাসের মধ্যে আমি সম্পূর্ণ ফিট হয়ে যাব। দুই মাসের মধ্যে আমি রিঙে নেমে লড়াই ও করতে পারব বলে মনে করছি।’
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- //pbv88casino.cc/sports/ipl)
হ্যাংঝুতে এশিয়ান গেমসে তিনি কি খেলবেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, ‘এই বছরে যে কোন প্রতিযোগিতাতেই লড়াই সামনে আমার সামনে রয়েছে। পরের বছর থেকে বাধ্য হয়েই অনেক টুর্নামেন্টে আম☂ি খেলতে পারব না।’ এই নভেম্বরেই ৪০ এ পা রাখতে চলা মেরি কম জানিয়েছেন, ‘আমাকে রিঙে নেমে লড়াই করা থেকে কেউ আটকাতে পারবে না। বয়সের উর্ধ্বসীমা থাকার কারণে আমি অলিম্পিকে খেলতে পারব না। এইজন্য আমি অত্যন্ত দুঃখিত। তবে আমি খেলাটা চালিয়ে যাব। আমার মধ্যে এখনও অন্ততপক্ষে ৩-৪ বছর খেলা বাকি রয়েছে। আমার মধ্যে সেই জেদ রয়েছে। সেই আত্মবিশ্বাস রয়েছে। আমি ভাবছি আমি প্রো বক্সারও হয়ে যেতে পারি🌳। সেই বিষয়েও আমার যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। আমাকে খেলা চালিয়ে যাওয়া থেকে কেউ আটকাতে পারবে না।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।