এতদিনে জানা গেল আসল কারণ। ১৯ಌ৮১-র মেলবোর্ন টেস্টে সুনীল গাভাসকর কেন আউট হওয়ার পর দল তুলে নিতে চেয়েছিলেন, সেটা জানালেন সানি নিজেই।
সেবার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিꦇংসে ডেনিস লিলির বলে এলবিডব্লিউ আউট দেওয়া হয় গাভাসকরকে। যদিও বল স্পষ্ট তাওঁর ব্যাটে লাগার পর প্যাডে লাগে। অস্ট্রেলিয়ান ফিল্ডাররা সেটা বুঝতে পেরেও আউটের আবেদন জানান।
সবার ধারণা ছিল আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ হয়েই ক্যাপ্টেন গাভাসকর নন-স্ট্রাইকার চেতন চৌহানকে নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিল💫েন। তবে শুধুমাত্র আম্পায়ারের সিদ্ধান্তের জন্যই নয়, আসলে গাভাসকরকে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করেছিলেন 🍸অস্ট্রেলিয়ার ক্রিকেটাররাই। এমনটাই দাবি সানির।
সেভেন ক্রিকেটের অনুষ্ঠানে ড্যামিয়েন ফ্লেমিংকে গাভাসকর জানান, তিনি আম্পায়ারের সি༒দ্ধান্তে হতাশ ছিলেন। তবে অজি ক্রিকেটাররা তাঁকে বেরিয়ে যেতে বলেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা উত্যক্ত করাতেই তিনি চৌহানকে নিয়ে মাঠ ছাড়ার সিদ্ধান্ত নেন। সানি এও জানান যে, ম্যাচে আম্পায়াররা বেশ কয়েকটা সিদ্ধান্ত অস্ট্রেলিয়ানদের অনুকূলে দিয়েছিলেন। তাই আগের দিনই উইকেটকিপার কিরমা🎉নি তাঁকে মাঠ ছাড়ার কথা বলেছিলেন।
গাভাসকর বলেন, ‘বল আমার ব্যাটের ভিতরের কানায় লাগে। ফরোয়ার্ড শর্টলেগ ফিল্ডারকে 𓂃দেখেই সেটা বুঝতে পারবেন। ও কিছুই বলেনি। কোনও দেলদোলও ছিল না। ডেনিস (লিলি) আমাকে বলে, বল তোমার এখানে লেগেছে। আমি বলার চেষ্টা করছিলাম যে, না, বল আমার ব্য🐭াটে লেগেছে। তার পরেই আপনারা দেখতে পাবেন যে, আমি চৌহানকে মাঠ ছাড়ার কথা বলছি।’
পরক্ষণেই গাভাসকর বলেন, ‘সবার ভুল ধারণা যে, আম্পায়ারের সিদ্ধান্ত হতাশ হয়েই আমি চেতনকে নিয়ে মাঠ ছাড়তে চেয়েছিলাম। আমি অবশ্যই আম্পায়ারের সিদ্ধান্তে হতাশ ছিলাম। তবে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেম অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আচরণে বিরক্ত হয়েই। ওরা আমা💖কে বলে ‘বেরিয়ে যাও’। যে কারণেই আমি চেতনকে মাঠ ছাড়তে বলি।’
যদিও টিম ইন্ডিয়ার ম্যানেজার উইং কমান্ডর শাহিদ দুরানি অপ্রীতিকর কিছু ঘটতে দেননি। তিনি চেতন চৌহানকে মাঠ ছাড়তে বারণ করেন এবং দিলীপ বেঙ্গসরকার মাঠে নামেন। ভারত শেষমেশ ম্যাচ জেতে ৫৯ রানে। শেষ ইনিংসে কপি⛦ল দেব ২৮ রানে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে ৮৩ রানে গুটিয়ে দেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।