আসন্ন এসিসি মহিলা টি টোয়েন্টি চ্যাম্পিয়নশিপ অর্থাৎ মহিলাদের এশিয়া কাপের জন্য ভারতের সিনিয়র মহিলা দলের ঘোষণা করা হল। অল ইন্ডিয়া ওমেন্স সিলেকশন কমিটি ভারতীয় দলকে বেছে নিল। চলতি বছরে ১ অক্টোবর থেকে বাংলাদেশে বসতে চলেছে এই টুꦡর্নামেন🍸্টের আসর। টুর্নামেন্ট চলবে ১৫ অক্টোবর পর্যন্ত।
ভারতীয় দলের ক্যাপ্টেন করা হয়েছে হরমনপ্রীত কউরকে। সহ নেতৃত্ব দেওয়া হয়েছে স্মৃতি মান্ধানার কাঁধে। এছাড়াও দলে রয়েছেন দীপ্তি শর্মা, শেফালি বর্মা, জেমিমা রদরিগেজ, মেঘনা, রিচা 🧸ঘোষ, স্নেহা রানা, হেমলতা, মেঘনা সিং, রেনুকা ঠাকুর, পূজা ভাস্তেকার, রাজেশ্বরী গায়কোয়াড়, রাধা যাদব ও কেপি নাভগির।
আরও পড়ুন… ভিডিয়ো: আউট হয়েও মাঠ ছ🐠াড়ছিলেন না স্মিথ! দেখুন এরপরে রোহিত কী করলেন?
টুর্নামেন্টে স্ট্যান্ড বাই হিসাবে তানিয়া স্বপ্না ভাটিয়া ও সিমরণ দিল বাহাদুরকে রাখা হয়েছে। মহিলাদের এশিয়া কাপের আস🍌র এবারে বসতে চলেছে বাংলাদেশে। ভারতের পাশাপাশি পাকিস্তানও নিজেদের দলের ঘোষণা করেছে। এর সঙ্গে শ্রীলঙ্কা, মালেশিয়াও নিজেদের দল ঘোষণা করেছে। তবে এখনও ইউএই ও থাইল্যান্ড নিজেদের দলের ঘোষণা করেনি। এবারের এই টুর্নামেন্টে মোট সাতটি দল অংশ নেবে।
আরও পড়ুন… ꦿহার্দিক নিজের কাজে বিশ্বসেরা, ওকে দেখেই প্ল্যান করেছিলাম আমরা, বললেন ম্যাচের সেরা গ্রিন
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।