൲ দ্য হান্ড্রেডে নিজের প্রথম ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধে ১৯ রান করে আউট হয়েছিলেন স্মৃতি মন্ধনা। তবে দ্বিতীয় ম্যাচে ওভাল ইনভিন্সিবলসের বিরুদ্ধে বড় রানের মুখ দেখলেন ভারতের আগ্রাসী ওপেনার। যদিও অল্পের জন্য ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি হাতছাড়া হয় বাঁ-হাতি তারকার।
♛ অন্যদিকে জেমিমা রডরিগেজ নিজের প্রথম ম্যাচে অনবদ্য হাফ-সেঞ্চুরি করেছিলেন। ওভালের বিরুদ্ধে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে রান পেলেন না ভারতীয় তারকা।
𒐪 রবিবার ওভালের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মন্ধনা ১০টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৪৬ রান করে আউট হন। তাঁর দল সাদার্ন ব্রেভ নির্ধারিত ১০০ বলে ৮ উইকেটে ১৫৩ রান তোলে। ড্যানি ওয়াট ১৪, সোফিয়া ডাঙ্কলি ১৩, জর্জিয়া অ্যাডামস ১৮ ও ফ্রেয়া কেম্প ২৪ রান করেন। তালিয়া ম্যাকগ্রা ৫ রান করে সাজঘরে ফেরেন।
ꦓ পালটা ব্যাট করতে নেমে ওভাল ১০০ বলে ৭ উইকেটের বিনিময়ে ১৪১ রানে আটকে যায়। ১২ রানে ম্যাচ জেতে সাদার্ন ব্রেভ। ১৬ রানে ২ উইকেট নেন অ্যাডামস। তিনি ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
𓆉 অন্য ম্যাচে লন্ডন স্পিরিটের বিরুদ্ধ নর্দার্ন সুপারচার্জার্সের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ রানে আউট হন জেমিমা। তাঁর দল ১০০ বলে ৪ উইকেটের বিনিময়ে ১২৭ রান তোলে। বেস হিথ ৫৭, অ্যালিসা হিলি ২২ ও লরা উলভার্ট ২৪ রান করেন।
🥀 জবাবে লন্ডন ৭ উইকেটে ১২২ রানে আটকে যায়। ৫ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে সুপারচার্জার্স। বেথ মুনি ৩০, অ্যামেলিয়া কের ১৬ ও সোফি লাফ ৩৯ রান করেন। ম্যাচের সেরা হন হিথ।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।