বর্তমানে অনেক প💮্রাক্তন ভারতীয় ক্রিকেটারকে পান মশলার বিজ্ঞাপন করত♌ে দেখা গিয়েছে। প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর সেই খেলোয়াড়দের একহাত নিয়েছেন। যেই সব প্রাক্তন ক্রিকেটাররা পান মশলার বিজ্ঞাপন করছেন তাদের সমালোচনা করলেন গৌতম গম্ভীর। বর্তমানে বীরেন্দ্র সেহওয়াগ, সুনীল গাভাসকর এবং কপিল দেবের মতো কিংবদন্তি খেলোয়াড়রা পান মশলার ব্র্যান্ডকে সমর্থন করছেন। ম্যাচ চলাকালীন টিভি এবং ওটিটি প্ল্যাটফর্মে এই বিজ্ঞাপনগুলি নির্বিচারে দেখানো হয়েছে। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গৌতম গম্ভীর।
আরও পড়ুন… 'ট্রেবেল' জয়ী ম্যান সিটিকে অভিনন্দন, ব্রুই๊না-হ্যালান্ডদღের সঙ্গে শুভমন গিলের সাক্ষাৎ
একটি টি𓆉ভি চ্যানেলের সঙ্গে কথোপকথনের সময় গৌতম গম্ভীর বলেছিলেন যে লক্ষ লক্ষ লোক এই খেলোয়াড়দের অনুসরণ করে, কিন্তু এই লোকেরা কিছু না ভেবেই পান মশলার প্রচার করছেন। গম্ভীর বলেন, ‘আমি জীবনে কখনও ভাবিনি যে একজন ক্রীড়াবিদ পান মশলার মতো কোনও কিছুকে সমর্থন করবে🌠ন। এটা খুবই হতাশাজনক এবং আমি সবসময়ই এটাই বলব। আপনার রোল মডেলকে অনেক ভেবেচিন্তে বেছে নেওয়া উচিত। কারো নাম বলুন। প্রয়োজন নেই কিন্তু তাদের কাজ, সেটা যেই হোক না কেন একজন খেলোয়াড় তার নাম দিয়ে নয়, তার কাজের মাধ্যমে পরিচিত হয়।’
আরও পড়ুন… ফের ܫধাক্কা খেল নিউজিল্যান্ড! ভারতে ভালো খেলা অলরাউন্ডার ছিটকে গেলেন ২০২৩ বিশ্বকাপ থেকে
গম্ভীর আরও বলেছেন, ‘কোটি কোটি তরুণ ক্রীড়াবিদ আপনাকে দেখছেন। এবং এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। এরপরেও আপনি পান মশলাকে সমর্থন করছেন। অর্থ উপার্জনের আরও অনেক উপায় রয়েছে। যদি একজন রোল মডেল এমন ভাবে অর্থ উপার্জনের সুযোগটি নাও নিতে পারতন তাহলে ভালোোই হত তবে এর জন্য সাহসের দরকার হয়।’ সম্প্রতি বিশ্ব তামাক দিবসে সচিন তেন্ডুলকরও বলেছিলেন যে তিনি তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ꦓতিনি তার জীবনে কখনই মাদক বা তামাককে সমর্থন করবেন না, কেউ তাকে যত টাকাই দিক না কেন।
আরও পড়ুন… ভারতের টেস্ট দ⭕লকে শক্তিশালী করতে এখনই এই তিন তারকাকে দলে নিতে বললেন দীনেশ কার্তিক
এই বিষয়ে, গম্ভীর বলেন, ‘সচিন তার বাবাকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা রেখেছেন। একই রকম একটি পান মশলা অনুমোদন করার জন্য তিনি ২০-৩০ কোটি টাকা পেয়েছিলেন কিন্তু না, তিনি আজ পর্যন্ত এই ধরনের কিছু সমর্থন করেননি। তিনি এটি করেছেন, তাই তিনি কোটি⛦ মানুষের রোল মডেল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।