বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের প্রথম ওডিআই-এ ভারত পাঁচ উইকেটে হারিয়ে দেয়। অথচ বিরাট কোহলিকে ব্য♏াট করতেই নামতে হল না। টিম ইন্ডিয়ার প্রা𓆏ক্তন অধিনায়কের কেরিয়ারে এমনটা প্রথম বার ঘটল। ভারত এক ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট জয় পেয়েছে, অথচ বিরাট ব্যাট করেননি, এমনটা আগে কখনও হয়নি।
বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যা❀ট করতে নেমে ২৩ ওভারে মাত্র ১১৪ রান🌺 করে অলআউট হয়ে যায়। জয়ের জন্য রান তুলতে ভারত ২২.৫ ওভার নিয়ে নেয়। হারায় পাঁচটি উইকেট। ১৬৩ বল বাকি থাকতে জয়সূচক রানে পৌঁছে যায় রোহিত অ্যান্ড কোম্পানি। মূলত বোলারদের দাপটে ব্রিজটাউনে জয় ছিনিয়ে নেয় ভারত।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে বিশ্বকাপের মহড়া সেরে রাখতে চাইছে ভারতের টিম ম্যানেজমেন্ট। সেই অনুযায়ী উইন্ডিজের বিরুদ্ধে প্রথম ওডিআই-এ ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায় ভারত। ৫ উইকেট হারানোর পর সাত নম্বরে ব্যাট করতে নামেন রোহিত꧑। অন্যদিকে ব্যাট করতেই নামেননি বিরাট কোহলি।
আসলে ওয়েস্ট ইন্ডিজ এত কম রান করেছিল, যে কারণে ভারত পরীক্ষানিরীক্ষা করার সুযোগ পেয়ে যায়। ভারতের হয়ে ওপেন করতে নেমেছিলেন ইশান কিষাণ এবং শুভমন গিল। তিনে নামানো হয় সূর্যকুমার যাদবকে। চারে নামেন হার্দিক পান্ডিয়া। তবে ওপেনিং জুটি সফল হয়নি। ইশান হাফসেঞ্চুরি করলেও, ব্যর্থ হন শুভমন। মাཧত্র ৭ রানে আউট হয়ে যান তিনি।
আরও পড়ুন: সাইজ বিভ্রাট- ছোট জার্সি এসেছিল সূর্যের জন্য, ব🧔াধ্য হয়েই সঞ্জুর জার্সি পরেন স্কাই
১৮ রানে প্রথম উইকেট হারায় ভারত। ওয়ান ডাউনে নেমে রান পাননি সূর্যকুমারও (১৯)। হার্দিক পান্ডিয়া দুর্ভাগ্যজনক ভাবে রানআ🥀উট হন ৫ 🦹রান করে। একমাত্র ইশা কিষাণ লড়াই করেন। তিনি নিজের ছন্দে ৪৬ বলে ৫২ রান করেন। তাঁর ইনিংসে রয়েছে ৭টি চার এবং একটি ছক্কা। ছয়ে ব্যাট করতে নেমে শার্দুল ঠাকুরও ব্যর্থ হন। তিনি ১ করে আউট হন। শেষে রবীন্দ্র জাদেজা এবং রোহিত শর্মা মিলে ইনিংস শেষ করেন।
আগে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজের হয়ে একমাত্র শাই হোপ ৪টি চার এবং ১টি ছয়ের হাত ধরে ৪৫ বলে ৪৩ রান করেছিলেন। এছাড়া অলিক ✃অ্যাথানেজ (২২ রান) এবং ব্রেন্ডন কিং (১৭) এবং শিমরন হেতমায়ের (১১) দুই অঙ্কের ঘরে পৌঁছতে পেরেছিলেন। বাকিরা তো এক অঙ্কেই গড়াগড়ি খেয়েছেন। কুলদীপ জাদেজা (৪ উইকেট) এবং রবীন্দ্র জাদেজার (৩ উইকেট) দাপটেই গুঁড়িয়ে যায় উইন্ডিজ ব্যাটাররা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।