India's UFC Fighter Knocked Out In 19 Seconds: ভারতের অংশুল জুবলিকে মাত্র ১৯ সেকেন্ডে নকআউট করে স্মরণীয় ইউএফসি অভিষেক করলেন কুইলান সালকিল্ড। ইউনিভার্সাল ফাইট চ্যামꦉ্পিয়নশিপে (UFC) অভিষেক ম্যাচেই দারুণ শুরু করলেন কুইলান সালকিল্ড। অস্ট্রেলিয়ার সিডনির কিউডস ব্যাংক অ্যারেনায় অনুষ্ঠিত লড়াইয়ে মাত্র ১৯ সেকেন্ডেই এক ঘুষিতে ভারতের অংশুল জুবলিকে নকআউট করে দিলেন তিনি।
সালকিল্ড এই ম্যাচে পরিষ্কার ফেভারিট ছিলেন, তবে এত কম সময়ে এমন দাপুটে জয় পাবেন, তা অনুমান করতে পারেননি বুকমেকাররাও। তবে, ম্যাচের পর বিতর্কও ছড়ায়, কারণ অনেকে মনে 🍃করেন যে, রেফারি অপ্রত্যাশিতভাবে দ্রুত লড়াই থামিয়ে দিয়েছেন এবং ভারতের অংশুল জুবলি পুরোপুরি হার মানার আগেই সালকিল্ডকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়েছে।
ম্যাচের শুরুতেই জুবলি সালকিল্ডের শরীরে এক ঘুষি মারার চে❀ষ্টা করেন, কিন্তু অস্ট্রেলিয়ান ফাইটার এতে একেবারেই বিচলিত হননি। এরপর সালকিল্ড জুবলির দিকে একবার জ্যাব করার ভঙ্গি করেন এবং তারপর ডান হাতের একটি ভয়ঙ্কর ঘুষি মারেন। হয়তো এর জন্য ভারতীয় ফাইটার একেবারেই প্রস্তুত ছিলেন না। ফলস্বরূপ, জুবলি মাটিতে লুটিয়ে পড়েন। সালকিল্ড তখন আরেকটি ঘুষি মারতে যাচ্ছিলেন, ক𒁃িন্তু এর আগেই রেফারি লড়াই থামিয়ে দেন।
দেখুন সেই ফাইটের ভিডিয়ো-
আরও পড়ুন …. IND s ENG 2nd ODI: মাত্র ৭৩ সেকেন্ডেই ওভার শেষ! ইংল্যান্ডের ইনিংসের ২৪ꦚতম ওভারে উঠল রবীন্দ্র জাদেজার ঝড়
তবে জুবলি পরবর্তীতে দাবি করেন যে, তিনি পুরোপুরি হার মানেননি এবং রেফারি অপ্রয়োজনীয়ভাবে ম্যাচ বন্ধ করে দিয়েছেন। ম্যাচ বন্ধ হওয়ার পরপরই তিনি প্রতিপক্ষের পা ধরার চেষ্টা করেন, যেন লড়াই চালিয়ে যেতে পারেন। কিন্তু রেফারি তার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলে꧑ন, যা বদলানোর আর কোনও সুযোগ ছিল না।
সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়ে মতভেদ দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেন, রেফারি ঠিক কাজ করেছেন, আবার অনেকের মতে, লড়াইটা চালিয়ে যেতে দেওয়া উচিত ছিল। UFC লাইটওয়েট বিভাগের দশ নম্বর র্যাংকধারী রেনাটো মোয়িকানো এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘২০ বছর পর একজন ভারতীয় UFC-তജে এল, আর রেফারি এটা করলেন! (হাসির ইমোজি)’
আরও পড়ুন …. IND vs ENG 2nd ODI: তোর মাথায় কি কিছুই নেই… কꦰেন হর্ষিতের উপর রেগে গেলেন রোহিত? দেখুন ভিডিয়ো
এটি ছিল ভারতের অংশুল জুবলির দ্বিতীয় UFC ম্যাচ, যেখানে তিনি স্থানীয় ফাইটার সালকিল্ডের বিরুদ্ধে জয় পাওয়ার আশায় ছিলেন। এর আগে তার অভিষেক ম♍্যাচে, জুবলি প্রথম দুটি রাউন🍰্ডে চমৎকার পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু তৃতীয় রাউন্ডে প্রতিপক্ষ গেম-প্ল্যান পরিবর্তন করলে ভারতীয় ফাইটার ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরও পড়ুন …. Virat Koh𝕴li Dance Video: ব্য়াটে রান নেই, তবে মাঠে নাচতে ভুলল🐓েন না দুই সন্তানের বাবা
ম্যাচের আগে জুবলি বলেছিলেন, ‘এবার আমার অভিজ্ঞতা হয়েছে বিশাল দর্শকের সামনে লড়াই করার। আগের ম্যাচে আমি অক্টাগনে প্রবেশ করার আগেই উত্তেজনায় ভেসে যাচ্ছিলাম। ব্যাকস্টেজে থেকেই আমি দর্শকদের চিৎকার শুনতে পাচ্ছিলাম, আর সেটাই প্রথমবার ৫০,০০০ মানুষের সা🅘মনে লড়াই করার অভিজ্ঞতা এনে দিয়েছিল।’
ম্যাচের আগে আত্মবিশ্বাসী অংশুল জুবলি বলেছিলেন, ‘কিন্তু এবার এমনটা হবে না। আমি অভিজ্ঞতা অর্জন করেছি। এবার আমার শুধু একটাই লক্ষ্য—নিজের সেরাটা দেওয়া এবং জয় ♈নিয়ে ফিরে আসা।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।