ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এমা রাডুকানু ইউএস ওপেন🦩ের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গিয়েছেন। যা নিঃসন্দেহে একটি বড় ধাক্কা। ১১ নম্বর বাছাই অ্যালাইজ কর্নেটের কাছে স্ট্রেট সেটে হেরে গিয়েছেন। খেলার ফল কর্নেটের পক্ষে ৬-৩, ৬-৩।
এদিকে প্রথম সেটে হেরেও দুরন্ত কামব্যাক করেন রাফায়েল নাদাল। নিজের ছন্দে পরের তিনটি সেটে জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যান রাফা। ওয়াইল্ডকার্ডে প্রবেশকারী রিঙ্কি হিজিকাতার বিরু𝕴দ্ধে ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩ জয় ছিনিয়ে নেন ܫনাদাল।
এর আগে ইগা সোয়েটেক, ক্যামেরন নরি এবং কার্লোস আলকারাজ সহজ জয়েꦑর হাত ধরে দ্বিতীয় রাউন্ডে পಌৌঁছে গিয়েছে।
আরও পড়ুন: ফেয়ারওয়েল টুর্নামেন্টে জয় দিয়ে শুরু স��েরেꦑনার,শুরুতেই ছিটকে গেলেন সিসিপাস
মঙ্গলবার প্রথম রাউন্ডে জ্যামিন পাওলিনির বিপক্ষে সরাসরি সেটে জয়ের মাধ্যমে ইগা সুয়াটেক তাঁর ইউএস ওপেন অভিযান শুরু করেছেন। পুরুষদের একক বিভাগে সপ্তম বাছাই ক্যಌামেরন নরিও আবার প্রথম রাউন্ডে বেনোইট পেয়ারকে ৬-০, ৭-৬, ৬-০ সেটে উড়িয়ে দিয়েছেন। তৃতীয় বাছাই কার্লো আলকারাজও সেবাস্তিয়ান বেজক♑ে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করেছেন।
পুরুষদের সিঙ্গলস
বেনোইট পেয়𝓡ারকে হারা🍌ন ক্যামেরন নরি – ৬-০, ৭-৬, ৬-০
সেবাস্তিয়🍨ান বেজকে হারিয়েছেন কার্লোস আলকারাজ ✨– ৭-৫, ৭-৫, ২-০ (ওয়াকওভার)
রিঙ্কি হিজಞিকা𒐪তাকে পরাজিত করেছেন রাফায়েল নাদাল – ৪-৬, ৬-২, ৬-৩, ৬-৩
মহিলা সিঙ্গলস
জেসমিন পাওলিনিকে হারান ইগা সুয়াটেক – ৬-৩, ৬-০
অ্যালাইজ কর্নেটের কাছে হেরেছেন এমা রাদুকানু – ৩🥀-৬, ৩-৬
আরও পড়ুন: হঠাৎ কেন ২০২২ ইউএস ওপেন থেকে নিজের নাম প্র⛎ত্যাহার করলেন নো♛ভাক জকোভিচ?
রাফায়েল নাদাল বনাম রিঙ্কি হিজিকাতা
রাফায়েল নাদালের বিরুদ্ধে দুর্দান্ত লড়াই দিয়ে শুরু করেছিলেন হিজিকাতা। প্রথম সেটে দুরন্ত জয়ও ছিনিয়ে নেন তিনি। প্রথম সেটে হিজিকাতা কখনও-ই নাদালকে স্থির হতে দেননি। কারণ তিনি স্প্যানিয়ার্ডকে চ্যালেঞ্জ করতে থাকেন এবং শেষ পর্যন্ত সপ্তম গেমে তাঁর সার্ভ ভেঙে ৪-৩ এগিয়ে যান। তার পরে তিনি তাঁর সার্ভ ধরে রেখে প্রথম সেট ৬-৪ জিতে নেন তিনি। কিন্ত🌱ু পরের তিনটি সেটে তাণ্ডব চালান নাদাল। প্রথম সেটে হার যেন তাতিয়ে দিয়েছিল নাদাল। পরের তিনটি সেটে হিজিকাতাকে ৬-২, ৬-৩, ৬-৩ সেটে উড়িয়ে দেন রাফা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।