কেমন আছেন ঋষভ পন্ত? এই আপডেট পাওয়ার জন্য মরিয়া হয়ে রয়েছেন পন্ত ভক্তরা। 🌼সম্প্রতি উত্তরাখণ্ডের খানপ✤ুরের (হরিদ্বার) বিধায়ক উমেশ কুমার দেরাদুনের ম্যাক্স হাসপাতালে ঋষভ পন্তকে দেখতে গিয়েছিলেন। সেখানে আইসিইউতে থাকা ভারতীয় দলের তারকা উইকেটকিপার পন্তের সঙ্গে দেখাও করেছেন তিনি। সেই সঙ্গে দিয়েছেন পন্তের শারীরিক পরিস্থিতির আপডেট।
উমেশ কুমার জানিয়েছেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। পন্তের পরিবার এবং ক্রিকেটার নীতীশ রানার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘পরিবারের জন্য সুখের 🧔মুহূর্ত এবং স্বস্তির খবর।’ ছবিতে ঋষভ পন্তের মা এবং বোনকে দেখা গিয়েছে।
আরও পড়ুন: মদ্যপান করেননি, জোরে গাড়িও চালাচ্ছিলেন না পন্ত, উদ্ধারকারীরা পে꧟লেন সংবর্ধনা
গাড়ি দুর্ঘটনার পরে আপাতত দেরাদুনের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ঋষভ পন্ত। গোটা ক্রিকেট বিশ্বই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছে। পন্ত🌠ের শারীরিক অবস্থার দিকে নজ♋র রাখছে দিল্লি ক্রিকেট সংস্থাও (ডিডিসিএ)। তাঁর অবস্থা পর্যবেক্ষণের জন্য ডিডিসিএ-র (DDCA) একটি দল ম্যাক্স হাসাপাতালে যাচ্ছে বলেই জানান সংস্থার ডিরেক্টর শ্যাম শর্মা। তিনিই জানান প্রয়োজনে প্লাস্টিক সার্জারির জন্য পন্তকে নয়াদিল্লিতেও নিয়ে আসা হতে পারে।
ডিডিসিএ-র তরফে আরও জানানো হয়েছে, ব্যাটার-উইকেটরক্ষককে এয়ারলিফটে উড়িয়ে নিয়ে যাওয়া হবে দিল্লি। তাঁর প্লাস্টিক সার্জারির করা হবে দিল্লিতে। শ্যাম শর্মা বলেছিলেন যে, পন্তের যাবতীয় অস্ত্রোপচারের জন্য দিল্লিতে এয়ারলিফ্টে উড়িয়ে আনা হতে পারে। কারণ গাড়ি দুর্ঘটনার ফলে শরীরের একাধিক জায়গায় চোট ❀পেয়েছেন তিনি।
আরও পড়ুন: BCCI-এ☂ ভক্তদের ফোনের সুনামি,মলদ্বীপ থেকে পন্তের চিকিৎসকদের সঙ্গে কথা বললেন রোহিত
শুক্রবার দিল্লি থেকে নিজের🐼 বাড়ি রুরকিতে যাওয়ার সময়ে গাড়ির দুর্ঘটনার কবলে পড়েন পন্ত। হাম্মাদপুর ঝালের কাছে রুরকির নারসান সীমান্তে পন্তের গাড়িটি ডি🔥ভাইডারের সঙ্গে ধাক্কা লেগে, তাতে আগুন ধরে যায়।
২৫ বছরের তারকা গাড়িতে একাই ছিলেন। নিজেই চালাচ্ছিলেন। তাঁর পিঠে, হাতে, পায়ে, কপালে নানা জায়গা চোট লেগেছে। এএনআই-এর সঙ্গে কথা বলার সময়ে শ্যাম শর্মা বলেছেন, ‘দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) একটি দল পন্তের স্বাস্থ্য পর্যবেক্ষণ করতে ম্যাক্স হাসপাতালে দেরাদুনে যাচ্ছꦰে, প্রয়োজনে আমরা ওকে দিল্লিতে স্থানান্তর করব এবং সম্ভাবনা বেশি যে আমরা ওকে এয়ারলিফট করব। প্লাস্টিক সার্জারির জন্য দিল্লিতেই আনা হবে ওকে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।