মুম্বইয়ের কাছে একতরফা হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুর🦄ুর পরের দিনই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বাংলা। মিজোরামকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিলেন অভিমন্যু ঈশ্বরনরা।
উল্লেখযোগ্য বিষয় হল, ৫০ ওভারের ম্যাচ জিততে বাংলা দরকার পড়ে মাত্র ৬.২ ওভার। অর্থাৎ, ৩৮ বলেই প্রতিপক্ষকেꦿ বিধ্বস্ত করেন মনোজ তিওয়ারিরা।
রাঁচিতে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে মিজোরাম। তারা ২১.২ ওভারে মাত্র ৫৭ রানে 💧অল-আউট হয়ে যায়। দলের হয়ে সব থেকে বেশি ২১ রান করেন জোসেফ। এছাড়া ১৪ রান করেন অবিনাশ যাদব। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
ব্যাট হাতে ডাহা ফেল ক্যাপ্টেন ত🍃রুবর কোহলি। তিনি ৪ রান করে মাঠ ছাড়েন। বাংলা ছেড়ে মিজোরামে যোগ দেওয়া শ্রীবৎস গোস্বামী নিজের পুরনো দলের বিরুদ্ধে ব্যাট করতে নেমে ৪ রানের বেশি সꦕংগ্রহ করতে পারেননি।
আরও পড়ুন:- U19 World Cup 2024: ভারতে নয়, প্রতিবেশী দে🐼শেℱ আয়োজিত হবে পরবর্তী যুব বিশ্বকাপ
প্রদীপ্ত প্রামানিক ২.২ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ২ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন। ৫ ওভার বল করে ১৫ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন গীত পুরি। ৬ ওভারে ২টি মেডেন-সহ ১১ রানের বিনিময়ে ২টি উইকেট পকেটে পোরেন মুকেশ কুমার। ৫ ওౠভারে ১৮ রাဣন খরচ করে ১টি উইকেট নিয়েছেন শাহবাজ আহমেদ। ৩ ওভারে ১০ রান খরচ করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি কোনও উইকেট পাননি।
পালটা ব্যাট করতে নেমে বাংলা ৬.২ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৫৯ রান তুলে ম্যাচ জিতে যায় বাংলা। ৪৩.৪ ওভার বাক🌜ি থাকতে ৯ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তারা।
৯ বলে ৪ রান করে রালতের বলে আউট হন সুদীপ ঘরামি। ১৫ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন𓄧 ঋত্বিক রায়চৌধুরী। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ১৪ বলে ২৫ রান করে নট-আউট থাকেন অগ্নিভ পান। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।