প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কারসন ঘাউড়ি শুক্♛রবার বিরাট কোহলির খারাপ ফর্মের বিষয়ে মুখ খুলেছেন। এই প্রসঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নিতে গিয়ে তিনি বলেছেন, প্রাক্তন অধিনায়ক একজন দুর্দান্ত প্লেয়ার। এর সঙ্গেই তিনি দাবি করেছেন, ‘কিন্তু ও শুধুমাত্র নিজের নামের জোরে বেশি দিন খেলতে পারবে না।’
আরও পড়ুন: ‘পরিবর🤪্তনের কারণ দেখছি না’, দ্বিতীয় T20-তে কোহলি, পন্ত🅠দের দলেই রাখছেন না জাহির
জাগরণ টিভি-তে একটি সাক্ষাৎকারে কারসন ঘাউড়ি বলেছেন, ‘বিরাট কোহলি ভারতের দুর্দান্ত একজন খেলোয়াড়। কিন্তু দুর্ভাগ্যবশত গত দু' বছর ধরে আমরা ওকে অফ স্টাম্পের বাইরে ডেলিভারি তাড়া করতে গিয়ে স্লিপে ক্যাচ দিয়ে স🐻াজঘরে ফিরতে দেখছি। ওকে এটা নিয়ে ভাবতে হবে এবং উন্নতি করতে হবে। ওকে এই শটগুলো খেলা বন্ধ করতে হবে। কারণ ও যদি এ ভাবে খেলতে থাকে এবং আউট হতে থাকে, আর রান না পায়, তাহলে ওকে নিয়ে বড় প্রশ্ন উঠবে যে, ও কেন স্কোর করছে না?’
আরও পড়ুন: অধিনায়ক হিসেবে টানা ১৩টি꧟ T20 ম্যাচ জিতেꦚ বিশ্ব রেকর্ড রোহিতের
তিনি আরও বলেছেন, ‘বর্তমান সিরিজে ওকে নিজেকে প্রমাণ করতে হবে। বিরাট একজন দুর্দান্ত খেলোয়াড় কিন্তু শুধুমাত্র নিজের নামের জোরে বেশি দিন খেলতে পারবে না।। ওকে পারফর্ম করতে হবে এবং রান করতে হবে। প্রত্যেকেই বুঝতে পারছে🉐 যে, ও খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এবং এটা প্রত্যেক খেলোয়াড়ের সঙ্গেই ঘটতে পারে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।