এমনিতেই আয়োজক দেশ হিসেবে ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপে ভারত সরাসরি অংশ গ্রহণ করতে পারবে। যোগ্যতা অর্জনের ൲বাধ্যবাধকতা না থাকলেও, টিম ইন্ডিয়া আপাতত আইসসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবলের এক নম্বরেই রয়েছে।
তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান ৬ উইকেটে জিতে আইসসিসি মেনস ক্রিকেট ওয়ার꧃্ল্ড কাপ সুপার লিগ পয়েন্ট টেবলে বড় সুবিধে পেল। তারা লাফ দিয়ে উঠে এল দুই নম্বরে। নিউজিল্যান্ড নেমে গেল তিনে। বাবর আজমরা এখন ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে।
১৯ ম্যাচে পাকিস্তানের এখন ১৩০ পয়েন্ট। বিশ্বকাপের আগে তাদের এখনও পাঁচটি ম্যাচ বাকি আছে, যার মধ্যে দু'টি এই সপ্তাহে নিউজিল্যান্ডের বিপ൩ক্ষে হবে। ভারতের সেখানে ২১ ম্যাচে ১৩৯ পয়েন্ট। ভারতের থেকে খুব বেশি পিছিয়ে নেই পাকিস্তান।
এ দিকে পাকিস্তানের কাছে প𒉰্রথ💝ম ওডিআই-এ হারের ফলে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবলের দুই থেকে তিনে নেমে এসেছে নিউজিল্যান্ড। করাচিতে ম্যাচ থেকে একটি পয়েন্টও অর্জন করতে পারেনি ব্ল্যাক ক্যাপসরা। নিউজিল্যান্ডের সংগ্রহ এখন ১৩০ পয়েন্ট।
পাকিস্তান যদি নিউজিল্যান্ডের বিপক্ষে বাকি দু'টি ওডিআইয়ের একটিতে জয়লাভ করে, তা হলে মেন ইন গ্রিন ভার🙈তকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। অন্য দিকে ব্ল্যাক ক্যাপসরা এই সিরিজের বাকি দু'টি ওয়ানডে জিতলে, তারাও ভারত এবং পাকিস্তানকে পিছনে ফেলে শীর্ষে ꩵউঠে আসবে। এখন কোন দল এক নম্বর স্থান পায়, সেটা নিয়েই বেশ উত্তেজনা রয়েছে।
নিউজিল্যান্ডকে প্রথম এক দিনের ম্যাচে অনায়াসে হারিয়ে দিয়েছে পাকিস্তান। সোমবার করাচিতে কেন উইলিয়ামসনের ৬ উইকেটে হেরেছে। সাদা বলের ক্রিকেটে ফিরতেই স্বমহিমায় মহম্মদ রিজওয়ান। অপরাজিত অর্ধশতরান করে দলকে জেতান তিনি। বল হাতে নাসিম শাহের পাঁ🐭চ উইকেটও সাহায্য করেছে।
আরও পড়ুন: জাতীয় দলের অধিনায়ক হিসেবে অশ্বিনের নাম কে🥀ন শোনা যায় না? মুখ খুললেন তারকা স্পিনার
নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২৫৫ রান করে। কিউয়িদের কোনও ক্রিকেটার ৫০ রানের গণ্ডিও টপকায়নি। মাইকেল ব্রেসওয়✨েল সর্বোচ্চ ৪৩ রান করেছেন। ৪৩ করেছেন টম লাথাম। গ্লেন ফিলিপস এবং ড্যারিল মিচেল করেছেন যথাক্রমে ৩৭ এবং ৩৬ রান।
১১ বল বাকি থাকতেই ৪ উইকেট হারিয়ে ২৫৮ করে ফেলে পাকিস্তান। ꧂রিজওয়ানের ৭৭ ছাড়াও ব🦂াবর আজম করেছেন ৬৬ রান। ওপেন করতে নেমে ফখর জামান করেন ৫৬ রান। ৬ উইকেটে ম্যাচ জিতে সিরিজে ১-০ লিড পেল পাকিস্তান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।