১০০ বলের খেলায় ঝড়ের গতিতে ১০০ করলেন উইল স্মিড। মাত্র ৪৯ বলেই ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান বার্মিংহ্যাম ফোনিক্সের বছর কুড়ির ওপেনার। সেই সঙ্গে টুর্নামেন্টের ইতিহাসে চিরস্থায়ী জায়গা করে নেন 𓄧তিনি।
এজবাস্টনে দ্য হান্ড্রেডের অষ্টম ম্যাচে সম্মুখসমরে নামে বার্মিংহ্যাম ফোনিক𓄧্স ও সার্দার্ন ব্রেভ। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বার্মিংহ্যাম। নির্ধারিত ১০০ বলে তারা ৪ উইকেটের বিনিময়ে ১৭৬ রান তোলে।
একাই ইনিংসের অর্ধেক বল খেলেন স্মিড। তিনি মাত্র ২৫ বলে হাফ-সেঞ্চুরির গণ্ডি পার করেন। শেষমেশ ৫০ বলে ১০১ রান করে নট-আউট থাকেন স্মিড। আগ্রাসী ইনিংসে তিনি ৮টি চার ও ৬টি ছক্কা মারেন। উল্লেখযোগ্য বিষয় হল, দ্য হান্ড্রেডের ইতিহাসে প♌্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যক্তিগত শতরান করার রেকর্ড🍸 গড়লেন স্মিড।
এছাড়া ক্রিস বেঞ্জামিন ১২ বলে ১৭ রান করেন। ক্য𝓰াপ্টেন মইন আলিও ১২ বলে ১৭ রানের যোগদান রাখেন। লিয়াম লিভিংস্টোন করেন ২০ বলে ২১ রান। ৬ বলে ১০ রান করেন ম্যাথিউ ওয়েড।
আর💃ও পড়ুন:- ১০০ বা ২০০ নয়, একেবারে ৬০০! বাইশ গড়ে বিশেষ রেকর্ড গড়লেন কায়রন পোলার্ড
সাদার্ন ব্রেভের হয়ে ১০টি বল করে ১২ রানের বিনিময়ে ১টি উইকেট নেন মার্কাস স্টইনিস। ২০ বলে ২৯ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন ক্রিস জর্ডন। জ্যাক লিনটট ২০ বলে ৩💟৩ রান উপহার দিয়ে ১ উইকেট নিয়েছেন। জেমস ফুলার ১৫ বলে ২৬ রান দিয়ে ১টি উইকেট পকেটে পোরেন। উইকেট পাননি জর্জ গার্টন ও টাইমাল মিলস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।