গত বছর উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে পরাজয়ের পর থ🤪েকে আর টেনিস কোর্টে দেখা যায়নি রজার ফেডেরারকে। তবে রবিবার (৩ জুলাই) তিনি ফিরলেন তাঁর প্রিয় ঘাসের কোর্টেই। সেন্টার কোর্টে দাঁড়িয়ে তাঁর আপামর ভক্তদের জন্য সুখবরও দিলেন ২০ বারের গ্র্যান্ডস্ল্যাম চ🧸্যাম্পিয়ন।
সেন্টার কোর্টের শতবর্ষ উদযাপনে একগুচ্ছ তারকা রবিবার দিনের খেলা শুরুর আগে ভি🐲ড় জমিয়েছিলেন। রাফায়েল নাদাল থেকে বিয়র্ন বর্গ, কে ছিল না সেখানে। এই অনুষ্ঠানের জন্যই 🍬ফেডেরারকেও আহ্বান জানানো হয়েছিল। খেলোয়াড়ের পোশাকে নয়, তিনি অবশ্য সেন্টার কোর্টে প্রবল জনসমর্থনের মাঝে এলেন স্যুট পরে। সমর্থকদের জানালেন তিনি আবারও উইম্বলডনে কোর্টে নামতে চান। আট বারের উইম্বলডন চ্যাম্পিয়ন বলেন, ‘আমি আশা করছি অন্তত আরেকবার যেন এখানে আসতে পারি। এই কোর্টকে আমি মিস করেছি।’
আরও পড়ুন:- Wimbledon 2022: কির্গিয়স ▨উত্যক্ত করে, অভিযোগ সিসিপাসের, ও খুব নরম, কটাক্ষ অজির
আরও পড়ুন:- Wimbledo꧃n 2022: ও আমার একাগ্রতা ভঙ্গ করেছে, ম𓃲্যাচ জিতেও সোনেগোর অভিযোগে বিদ্ধ নাদাল
হাঁটুর সমস্যায় জেরবার ফেডেরার এই বছর সেপ্টেম্বরে লেভার কাপে ফিরতে পারেন। তাঁর চোট থেকে সারতে য👍ে অনেকটা সময় লাগছে, সেই কথাও জানান সুইস কিংবদন্তি। ‘আমি গত বছর যখন এখানে কোর্টে নেমেছিলেন, তখন জানতাম যে আসন্ন বছরটা বেশ কঠিন হবে। তবে এতটা দীর্ঘ সময় যে লাগবে, তা তখন বুঝতে পারিনি।’ স্বীকার করে নেন ফেডেরার। ২০০১ সালে পিট স্যাম্প্রাসকে হারিয়ে প্রথমবার উইম্বলডনে নিজেকে ঘোষণা করেন ফেডেরার। তারপর থেকে একের পর এক খেতাব এবং প্রবল জনসমর্থন পেয়েছেন তিনি। অল ইংল্যান্ডে ক্লাবে দুই দশক পেরিয়ে গেলেও, ফেডেরারে প্রতি সকল সমর্থকদের আশা এতটুক🍌ুও কমেনি, তা এই অনুষ্ঠানেই কিন্তু আবার স্পষ্ট হয়ে গেল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।