২০২২ মহিলা এশিয়া কাপ-এর ১০ ম্যাচেপাকিস্তানকে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের খাতা খুলেছে থাইল্যান্ড। ঐতিহাসিক এই জয়ের পর এই দলটি ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে। থাইল্যান্ড ও বাংলাদেশ এখন𒀰 পর্যন্ত এই টুর্নামেন্টে একটি করে ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের বিচার💞ে ও নেট রান রেটের নিরিখে পয়েন্ট টেবিলে বাংলাদেশের থেকে উপরে রয়েছে থাইল্যান্ড।
অন্যদিকে,হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারত ৩ ম্যাচের মধ্যে ৩ টিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে। ভারতের নেট রান রেট হল +৩.৮৬০ যা অন্য ৬ টি দলে෴র চেয়ে ভালো। টিম ইন্ডিয়ার পরবর্তী ম্যাচ ৭ অক্টোবর। হরমনপ্রীতরা এই ম্যাচে নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে।
আরও পড়ুন… কিশোর কুমারের বাংলোতে রেস্তোরাঁ খুললেন বিরাট কোহলিཧ, দেখুন তার প্রথম ঝলক
পাকিস্তানের দলের কথা বললে,এই ম্যাচে জিতে ভারতের সামনে নামার দুর্দান্ত সুযোগ ছিল।কিন্তু বিসমাহ মারুফের দল তা করতে ব্যর্থ হয়েছে। তিন ম্যাচে এটি পাকিস্তানের প্রথম হার এবং তারা চার পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ভারতের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে। পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে শ্রীলঙ্কা। ২০২২ মহিলা এশিয়া কাপে মালয়েশিয়াই একমাত্র দল যারা এখনও তওাদের খাতা খুলতে পারেনি। তিন ম্যাচের মধ্যে তিনটি ম্যাচেই হেরেছে তার💜া। তিন ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে মালয়েশিয়া। অন্যদিকে,তিনটির মধ্যে একটি ম্যাচ জিতে সংযুক্ত আরব আমির শাহি রয়েছে ষষ্ঠ স্থানে।
ম্যাচের কথা বললে, প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে পাকিস্তান করে ১১৬ রান। ৬৪ বলে ৫৬ রান করেন সিদরা আমিন। মুনিব আলি ১৪ বলে ১৫ রান করেন। নিদা দার ২২ বলে ১২ রান করেন। থাইল্যান্ডের হয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিপ্পোচ। জবাবে ব্যাট করতে নেমে ৮.৫ ওভারে ৪০ রানে ২ উইকেট হারিয়েছিল থাইল্যান্ড। তবে একদিক থেকে লড়াই চালিয়🌃ে যান থাইল্যান্ডের ওপেনার নাথাকান চ্যানতাম। ৫১ বলে ৬১ রান করে ম্যাচ জেতান তিনি। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি।
আরও পড়ুন… Women's Asia Cup: বড় অঘটন! ভারতের বিরুদ্ধে নামার আগে থাইল্যান্ডের কাছে প🌄াকিস্তানের ঐতিহাসিক হার
ইনিংসের শেষ ওভারে 🎀ম্যাচ জিততে থাইল্যান্ডের দরকার ছিল ১০ রান এবং বল ছিল অভিজ্ঞ ডায়ানা বেগের হাতে। প্রথম বলে ওয়াইড বোল্ড করেন 🔯ডায়ানা। দ্বিতীয় বলে ফুল টস করে বড় ভুল করেন ডায়ানা। থাইল্যান্ডের ব্যাটার রোজিনান এর সুযোগ নিয়ে সামনের দিকে চার মারেন তিনি। এখান থেকেই পুরো চাপে পড়ে পাকিস্তান দল। পরের তিন বলে চার রান করে ম্যাচ জিতে নেয় থাইল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।