শুভব্রত মুখার্জি: বুলাওয়োতে প্রথম টেস্ট নির্বিষ ড্র হয়েছে। বৃষ্টির কারণে অনেকটা সময় নষ্ট হয়ে যাওয়া ফলাফল সম্ভব হয়নি। ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবোয়ের দ্বিতীয় টেস্টেও রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। তবে সব কিছুকে উপেক্ষা করে রোস্টন চেজের অর্ধশতরানে ভর করে ১৫০ রানের বেশি লিড পেল ক্যারিবিয়ানরা। গুডাকেশ মোটি একাই প্রতিপক্ষকে বল হাতে গুড়িয়ে দেন। মাত্র ১১৫ রানে অলআউট হয়ে যায় জিম্বাবোয়ে। ফলে দলের হয়ে বল হাতে অবদান রাখার সেই🎀 ভাবে সুযোগাই পাননি রোস্টন চেজ। তবে ব্যাট হাতে খেলেছেন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনিংস।
আরও পড়ুন: স্টার্ক না বোল্যান্ড- কাকে খেলাবে আর কাকে বাদ দেবে, ঠিকই করে🌊 উঠতে পারছে না অজির🃏া
ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডারের দারুণ অর্ধশতরানে জিম্বাবোয়ের বিপক্ষে বড় রানের লিড পেয়েছে ক্যারিবিয়ানরা। বুলাওয়োতে দ্বিতীয় টেস্টের বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮🌠 উইকেটে ২৯০ রান । জিম্বাবোয়ের থেকে আপাতত প্রথম ইনিংসে ১৭৫ রানে এগিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। চেজ করেছেন ৭০ রান। খেলেছেন ১৩২ বল। তাঁর ইনিংস সাজানো ছিল ১টি ছয় এবং চারটি চারে। জশুয়া দ্য সিলভা করেছেন ৪৪ রান। তাঁর ইনিংস সাজানো ছিল পাঁচটি চারে। কুইন্স স্পোর্টস ক্লাবে প্রথম দিনের ৪ উইকেটে ১৩৩ রান নিয়ে সোমবার দিনের শুরু করেছিল ক্যারিবিয়ানরা। কাইল মেয়ার্স ৩০ রান করে আউট হন । ৮৩ বলে কেরিয়ারের ১১তম টেস্ট অর্ধশতরান করেন চেজ। ভিক্টর নিয়াউচির বলে বোল্ড হন তিনি।
আরও পড়ুন: অজিদের বিরু♛দ্ধে সুযোগ পাচ্ছেন না, তবে জানুয়ারির ICC-র সেরা প্লেয়ার হলেন শুভমন
এর পর শুরু হয় বৃষ্টি। প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে খেলা। বৃষ্টির প🎃র খেলা শুরু হলে তিন বলের মধ্যে জশুয়া দ্য সিলভা ও আলজারি জোসেফকে ফিরিয়ে দেন নিয়াউচি।গুডাকেশকে নিয়ে জেসন হোল্ডার কয়েক ওভার খেলার পরেই ফের শুরু হয় বৃষ্টি। ফলে দ্বিতীয় দিনে এর পর আর একটি বলও খেলা সম্ভব হয়নি।
সংক্ষিপ্ত স্কোর:
জিম্বাবোয়ে প্রথম ইনিংস: ১১৫/১০
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৯০/৮ (চ💛েজ ৭০, নিয়াউচি ৫৬/৩)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।