২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপে বড় অঘটন ঘটিয়ে দিয়েছে জিম্বাবোয়ে। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে টুর্নামেন্টের ২৪তম ম্যাচ জিতে সকলকে চমকে দিয়েছে। শুধু সকলকে অবাকই করেনি এর সঙ্গে চলতি টুর্নামেন্টের টেবিলেও বড় অঘটন ঘটিয়ে দিয়েছে। এখন দেখার সুপার টুয়েলভের গ্রুপ ‘টু’ থেকে কারা সেমিফাইনালের জায়গা পাকা করে। এখনও যা অবস্থা তাতে এই গ্রুপের শীর্ষে রয়েছ✤ে ভারত। দুই নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানকে হারিয়ে টেবিলের তিন নম্বর জায়গা নিশ্চিত করে ফেলেছে জিম্বাবোয়ে। বাংলাদেশ রয়েছে চার নম্বরে। পাকিস্তান ও নেদারল্যান্ডস পাঁচ ও ছয় নম্বরে রয়েছে। এই দুই দল এখনও একটিও ম্যাচ জিততে পারেনি ফলে তাদের ঝুলি এখনও শূন্য।
আরও পড়ুন… 'আমি নিয়ম করেছিলাম🎉, বল প্যাডে লাগলেই...' র♛াহুলের DRS না নেওয়া নিয়ে রসিকতা বীরুর
এখন প্রশ্ন উঠছে জিম্বাবোয়ে যেভাবে পাকিস্তানকে হারিয়েছে তাতে কি তাদের সেমিফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন রাস্তাটা কঠিন হলেও অসম্ভব নয়। দেখে নেওয়া যাক কোন অঙ্কে সেমিফাইনালে উঠতে পারবে জিম্বাবোয়ে। বিশেষজ্ঞরা বলছেন জিম্বাবোয়ে এখনও এই গ্রুপে তিনটি মꦅ্যাচ খেলবে। যারমধ্যে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের একটি করে ম্যাচের সঙ্গে ভারতের বিরুদ্ধেও তারা একটি ম্য়াচ খেলবে। তবে সেমিফাইনালে জায়গা পাকা করতে হলে বাংলাদেশ ও নেদারল্যান্ডস ম্যাচ থেকে পয়েন্ট পেতেই হবে জিম্বাবোয়েকে। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার দিকেও তাকিয়ে থাকতে হবে তাদের।
আরও পড়ুন… ' পাকিস্তানের বিরুদ্ধে জিততে না🧔 পারলে অবসর 💜নিতেন! রবিচন্দ্রন অশ্বিনের স্বীকারোক্তি
যদি জিম্বাবোয়ে পরের দুই ম্যাচে বাংলাদেশ ও নেদারল্যান্ডসকে হারায় এবং তার সঙ্গে দক্ষিণ আফ্রিকা ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ হারে, তবে ম্যাচের রঙ বদলে যেতে পারে এবং জিম্বাবোয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি করে সেমিফাইনালে নিজের জায়গা পাকা করে নিতে পারবে। ফলে বলা যেতেই পারে জিম্বাবোয়ের পরের দুটো ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। ৩০ অক্টোবর রবিবার সকাল ৮.৩০ মিনিটে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামবে জিম্বাবোয়ে। তারপরে ২ ন꧑ভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে সকাল ৯.৩০ মিনিটে খেলবে জিম্বাবোয়ে। এখন দেখার খেলার গতি কোন দিকে গড়ায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।