ঘরে ঘরে মোবাইল। ওয়াইফাই না হলে আজ আর চলে না। তবে জানেন কী এয়ারটেলের অত্যন্ত কম পয়সায় দুটি ব্রডব্র্যান্ড 🌊প্ল্যান রয়েছে। Airtel Broadband Standby Plans। একেবারে জলের দরে। মানে ধরুন এটা শুরু হচ্ছে মাত্র ১৯৯ টাকা থেকে। 🥃;
এই স্কিমের আওতায় দুটি প্ল্যান রয়েছে। এই দুটি প্ল্যানেই একেবারে আꦫনলিমিটেড ডেটা মিলবে। এটার স্পিড থাকবে ১০ এমবিপিএস। মোটামুটি কাজ চালানোর পক্ষে যথেষ্ট। এবার সেই প্ল্যানের ব্যাপারে জেনে নিন।
এয়ারটেল ব্রডব্র্যান্ড স্ট্যান্ডবাই প্ল্যান মিলবে মাত্র ১৯৯ টাকায়…
এক্ষেত্রে আপনি মোটামুটি আনলিমিডেট ডেটা পাবেন। সব মিলিয়ে ৩৩০০ জিবি ডেটা পাবেন আপ🍒নি। এর স্পিড থাকবে ১০ এমবিপিএস।
প্রথম ধাপে আপনাকে ৫ মাসের জন্য একসঙ্গে প্ল্যানটা কিনতে হবে। এর মধ্য়ে সব মিলিয়ে আপনাকে ১৬৭৪টাকা খরচ💝 করতে হবে। তার মধ্য়ে জিএসটি ও ইনস্টলেশন চার্জ ৫০০ টাকা থাকবে। এক্ষেত্রে ফ্রিতে ওয়াইফাই পাবেন। ল্য়ান্ডলাইনে কানেকশনে একেবারে আনলিমিটেড ফোন করার সুযোগ পাবেন। তবে এই ল্যান্ড লাইনের জন্য় যে সমস্ত ডিভাইস লাগবে তা গ্রাহকদের নিজেদের কিনতে হবে।
এয়ারটেল ব্রডব্যান্ড স্ট্যান্ডবাই প্ল্যান ৩৯৯ টাকায়
এক্ষেত্রে আপনি মোটামুটি আনলিমিডেট ডেটা পাবেন। সব মিলিয়ে ৩৩০০ জিবি ডেটা পাবেন আপনি। এর স্পিড থাকবে ১০ এমবিপিএস। এই প্ল্যানে ফ্রিতে ওয়াই ফাই রাউটার, এক্স স্ট্রিম বক্স ও ফিক্সড ল্য়ান্ডলাইন কানেকশন, এতে আপনারা ৩৫০টির বেশির টিভি চ্যানেল ও আনলিমিটেড কলিংয়ের স🐷ুবিধা পাবেন।
এক্ষেত্রে একসঙ্গে ৫ মাসের জন্য দিতে হবে ৩০০০ টাকা। জিএসটি ও ইনস্টলেশন চার্জ এর মধ্য়েই রয়েছে।🌠 তবে 🧸ফোনের ডিভাইস আপনাকে কিনতে হবে।
টেলিকম টক সূত্রে জানা গিয়েছে, ৪৯৯ টাকাতেও এয়ারটেল এক্সট্রিম ফাইবার প্ল্যানও রয়েছে। এখানে আপনি ৪০ এমব🦋িপিএস ডেটা পাবেন। ফিক্সড ল্যান্ডলাইন কানেকশন পাবেন। ফ্রিতে ওয়াইফাই রাউটারও পাবেন এক্ষেত্রে।
সব মিলিয়ে বেশ সস্তার এই এয়ারটেলের অফার। এবার অন্যান্য সার্𓂃ভিসের সঙ্গে আপনি তুলনা করে দেখতে পারেন। তারপর এনিয়ে সিদ্ধান্ত নেবেন।