❀ Airtel গ্রাহকদের জন্য সুখবর। নতুন ৫৯৯ টাকার একটি নতুন প্ল্যাটিনাম ফ্যামিলি প্ল্যান চালু করল এয়ারটেল। এই প্ল্যানে গ্রাহকদের জন্য বেশ দুর্দান্ত অফার পাবেন। এর মাধ্যমে গোটা পরিবারের জন্য দারুণ বেনেফিট পাবেন। এই নয়া এয়ারটেল প্ল্যানে দু'টি বান্ডিল কানেকশন পাওয়া যাবে। এতে ৯ জন পর্যন্ত যুক্ত হতে পারবেন। সবাই কলিং এবং ডেটার সুবিধাও পাবেন। ৫৯৯ টাকার ফ্যামিলি প্ল্যানে কী কী পাবেন? এক নজরে জেনে নিন।
প্ল্যানে ৯টি পর্যন্ত কানেকশন পাওয়া যাবে
♐Airtel-এর ৫৯৯ টাকার প্ল্যাটিনাম ফ্যামিলি প্ল্যানে ২টি বান্ডিল সংযোগ পাবেন। এতে মোচ ৯ জনকে অ্যাড অন হিসাবে যোগ করা যাবে। এমনিতে প্রধান সংযোগ ছাড়াও এই প্ল্যানে বিনামূল্যে একটি অ্যাড অন সংযোগ পাবেন। তবে এতে চাইলে পেইড অ্যাড অন কানেকশন যোগ করার অপশনও রয়েছে। এর জন্য প্রতিটি অতিরিক্ত কানেকশন নিতে ২৯৯ টাকা করে দিতে হবে। প্রতিটি অ্যাড অন কানেকশনেই আনলিমিটেড ভয়েস এবং SMS-এর সুবিধা সহ ৩০ GB ডেটাও পাবেন। এছাড়া এই প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড লোকাল, STD এবং রোমিং কল পাবেন।
প্রতিটি অ্যাড-অন কানেকশনেই ৩০ GB ডেটা পাওয়া যাবে
🦩Airtel-এর এই নতুন প্ল্যানে, গ্রাহকরা মোট ১০৫ GB মাসিক ডেটা পাবেন। এর মধ্যে প্রাইমারি কানেকশনের জন্য ৭৫ GB মাসিক ডেটা দেওয়া হবে। সেই সঙ্গে প্রতিটি অ্যাড অন সংযোগের জন্য অতিরিক্ত ৩০ GB করে ডেটা পাবেন। ইনিশিয়াল অফারে Airtel-এর পোস্টপেইড ব্যবহারকারীরা সমস্ত কানেকশনেই আনলিমিটেড 5G ডেটা পাবেন।
ౠঅর্থাত্, 5G ডেটা ব্যবহারের জন্য এই প্ল্যানে ডেটা কোটা হ্রাস পাবে না। এক্ষেত্রে উল্লেখ্য Airtel 5G Plus এখনও পর্যন্ত দেশের ৩,০০০-এরও বেশি শহরে পৌঁছে গিয়েছে। ফলে আপনার শহরেও 5G পেতে সেরকম সমস্যা হওয়ার কথা নয়।
OTT বেনেফিট : আমাজন প্রাইম এবং ডিজনি প্লাস হটস্টার বিনামূল্যে
🍨এই প্ল্যানে OTT বেনেফিটও পাবেন। এই প্ল্যানে গ্রাহকদের ৬ মাসের জন্য বিনামূল্যে Amazon প্রাইম সাবস্ক্রিপশন, ১ বছরের জন্য Disney+
ꦑHotstar Mobile, হ্যান্ডসেট সুরক্ষা, Xstream Play Mobile প্যাক এবং Wynk ও Hello Tunes-এর প্রিমিয়াম অ্যাক্সেস মিলবে। এগুলির পুরোটাই আর কোনও অতিরিক্ত খরচ ছাড়াই পাওয়া যাবে। এছাড়াও এই প্ল্যানে গ্রাহকরা ১ বছরের জন্য ব্লু রিবন ব্যাগ আনলিমিটেড এবং অ্যাপোলো 24x7 সার্কেলের সাবস্ক্রিপশন পাবেন।
🥃এই প্ল্যানের সবচেয়ে বড় সুবিধা হল, এতে ২০০ জিবি পর্যন্ত ডেটা রোলওভারের সুবিধাও পাবেন। এর ফলে কোনও মাসে ২০০ জিবি পর্যন্ত অব্যবহৃত ডেটা থাকলে, সেটি পরের মাসে কাজে লাগাতে পারবেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক