ভারতে বা༺জাজ অটোর টু-হুইলার বিক্রিতে ২৬ শতাংশ পতন। ২০২১-এর অক্টোবরে দেশে ১,৯৮,৭৩৮ ইউনিট টু-হুইলার বিক্রি করেছে বাজাজ। তুলনাস্বরূপ, গ♐ত বছরের অক্টোবরে ২,৬৮,৬৩১ ইউনিট টু-হুইলার বিক্রি হয়েছিল।
৫ শতাংশ হ্রাস পেয়েছে রফতানিও। সব মিলিয়ে মোট মোটরসাইকেল-স্কুটারের বিক্রির সংখ্যা ২০২১-এর অক্টোবরে ৩,৯১,৩০৩ ইউনিটে নেমে এসেছে। গত বছরের একই সময়ে এটি ৪,৭০,২৯০ ইউনিট ছিল। অর্থাত্ সব মিলিয়ে মোট ১৭ শতাংশ হ্রাস পেয়েছে। অন্যদিকে বাজাজ অটোর বাণিজ্যিক গাড়ি বিক্রি ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।আরও পড়ুন: বাজাজের নতুন ২৫০ সিসির পালসারের🍰 দাম ও স্পেসিফিক🎉েশন!
কিন্তু কেন কমে গেল বিক্রি?
এর পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। অনেকের মতে, গত ১ বছরে বেশ কিছু সংস্থা ১২৫ সিসির সেগমেন্টে নতুন, স্টাইলিশ গাড়ি এনেছে। 🦄কিন্তু সেই সেগমেন্টে পালসার ১২৫ এবং পালসার এনএস ১২৫ ছাড়া সেরকম স্টাইলিশ অপশন নেই বাজাজের।
অন্যদিকে এন্ট্রি লেভেল কমিউটার স𝔉েগমেন্টে ধীরে ধীরে♍ জাঁকিয়ে বসছে অন্যান্য সংস্থাগুলি। সেই কারণে কিছুটা বিক্রি কমেছে বাজাজের।
সম্প্রতি বাজাজের নতুন Pulsar F250 এবং Pulsar N250 লঞ্চ হয়। বাজাজের এই নয়া মোটরসাইকেল কি হাল ফেরাতে পারবে? তা অবশ্য 𝓰সময়ই বলবে।
এই দুই নয়া মোটরসাইকেলের দাম, স্পেসিফিকেশন জানতে চান? ক্ল☂িক করুন এইখানে।