সময়ের সঙ্গে ফোনের প্রযুক্তি উন্নত হচ্ছে। আর সেই সঙ্গে স্মার্টফোনের কিছু পুরনো, 'ডেটেড' প্রযুক্তিকে পিছনে ফেলে আসছে নির্মাতারা। ঠিক যেমন বহু স্মার্টফোনেই আজকাল আর 3.5 mm-এর জ্যাকের গর্ত থাকছে না। ফলে তারের হেডফোন দিয়ে গান শোনা যাচ্ছে না। আরও পড়ুন: OnePlus 10 P✨ro ꦿ5G এবার পাবেন বেশ বড় ডিসকাউন্টে! Amazon-এ এল ডিল
ঠিক সেভাবেই সময়ের সঙ্গে বহু স্মার্টফোনে আর FM রেডিয়োর অপশন রাখা হচ্ছে না। সেই বিষয়েই এবার নজর দিল সরকার। তথ্য প্রযুক্তি যন্ত্রাদি প্রস্তুতকারক সমিতি (MAIT)-কে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে। সরকারেক ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ🅷্যাসোসিয়েশন (ICEA) জানিয়েছে, এবার থেকে সমস্ত স্মার্টফোনে আবশ্যিকভাবে FM রেডিয়ো রাখতে হবে। কিন্তু এমন নির্দেশিকার কারণ কী?
সরকারি বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন আপতকালীন পরিস্থিতিতে রেডিয়ো-ই খবর সম্প্রচার, শোনার প্রধান মাধ্যম হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ, আমফানের মতো ঘুর্ণিঝড়ের ফলে সেলুলার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। কিন্তু এমতাবস্থাতেও স্মার্টফোনের রেডিয়োর মাধ্যমে আপডেট পেতে পারেন আমজনতা। তাছাড়া গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে, ইন🐼্টারনেট সংযোগ মিলছে না এমন স্থানে রেডিয়ো কাজে আসতে পারে। আর সেই কারণেই স্মার্টফোনে রেডিয়ো রাখাটা বাধ্যতামূলক করার ভাবনা।
আইটি মন্ত্রকের সুপারিশ অনুযায়ী, সমস্ত মোবাইল ফোনে একটি বিল্ট-ইন রেডিয়ো রিসিভার থাকাটা বাধ্যতামূলক হওয়া উচিত। এটি যেন বাই ডিফল্ট সক্রিয় থাকে, তা নিশ্চিত করা উচিত। যদি কোনও ব্র্যান্ডের ফোনে এটি না থাকে, সেক্ষেত্রে 🌟ফিচার্সের অংশ হিসাবে এটিও রাখতে হব꧃ে।
স্মার্ট🃏ফোন নির্ম🥀াতাদের আপাতত অগ্রাধিকার ভিত্তিতে উপরে উল্লেখিত পরিবর্তন কার্যকর করতে নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে সাধারণ ফিচার ফোন ছাড়া, বেশিরভাগ স্মার্টফোনেই আর FM রেডিয়ো নেই। স্মার্টফোন ব্র্যান্ডগুলির মতে, অনলাইন স্ট্রিমিং বেড়ে গিয়েছে। তাতেই মানুষ গান, পডকাস্ট শুনে নেয়। ইউটিউবের মতো অ্যাপও রয়েছে। ফলে বিনোদনের জন্য আর রেডিয়োর প্রয়োজন নেই৷ কিন্তু দেশে এখনও বহু প্রত্যন্ত অঞ্চল রয়েছে। সেখানে রেডিয়ো সংযোগ থাকাটা সুবিধাজনক। প্রাকৃতিক দুর্যোগেও এটি কাজে আসে। তাছাড়া, অ্যাপল তাদের আইফোনে য়ে স্যাটেলাইট প্রযুক্তি দেয়, তার চেয়ে অনেক কম খরচেই সব ফোনে রেডিয়ো রাখা সম্ভব। আরও✅ পড়ুন: বেশ কিছু জনপ্রিয় অ্যাপ নিয়ে জারি সতর্কতা! এক্ষুণি Uninstall করুন