দিন দিন সাইবার ক্রাইমের সংখ্যা বাড়ছে। অনলাইনে প্রতারণা টাকা হারাচ্ছেন বহু মানুষ। ডিজিটাল ব্যবহারকারীর সংখ্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এই ধরনের প্রতারণার সংখ্যা। আরও পড়ু🦄ন: দেশের তাবড় সরকারি ওয়েবসাইটে হানা দিতে পারে ইন্দোনেশౠিয়ার হ্যাকাররা! জারি সতর্কতা
ইদানিং সাইবার অপরাধীদের অন্যতম পছন্দের প্রতারণারꦓ মাধ্যম হল SMS স্পুফিং।🌳 সেটা কী?
SMS স্পুফিং কী?
এই ধরনের প্রতারণায় হ্যাকাররা কোনও অজানা নম্বর থেকে একটি এসএমএস পাঠায়। সেই মেসেজ দেখে আপনার পরিচিত কারও কাছ থেকে এসেছে বলে মনে হতেই পারে। অথবা আপনার বিশ্বস্ত কোনও কোম্পানির থেকে এসেছে বলেও মনে হতে পারে। মানে ধরুন ব্যাঙ্ক, গ্যাস, টেলিকম ইত্যাদি থেকে। একবার আপনি সেই মেসেজের উত্তর দি⛦লে বা প্রদত্ত লিঙ্কে ক্লিক করলেই, ম্যালওয়্যার আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। আর তাহলেই আপনার বারোটা বাজবে।
এই ম্যালওয়✅ারের কারণে আপনার ব্যক্তিগত তথ্য ফাঁস হতে পারে। আপনার ব্যাঙ্কের ডিটেইলসের মতো স্পর্শকাতর তথ্যা🎐দি চলে যেতে পারে হ্যাকারদের হাতে।
নিজেকে কীভাবে নিরাপদে রাখবেন?
আপনার মোবাইল বা ট্যাবল🥂েটের অপারেটিং সিস্টেমের লেটেস্ট ভার্সান আপডেট করে🥀 রাখুন।
গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যা♐প স্টোরের মতো অফিসিয়াল এবং বিশ্বস্ত উত্স থেকেই বিভিন্ন অ্যাপ ইনস্টল করুন।
সেই সঙ্গে কোনও ভাল, নামী অ্যান্টিভাইরাস বা সিকিউরিটি সফ্টওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করুন। শুধু তাই নয়।ꩵ সেটি নিয়মিত আপডেটও করুন।
যখনই কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন, দেখবেন বেশ কিছু পারমিশন চাওয়া হয়। সেই সময়ে আপনি কীসে কীসে অনুমোদন দিচ্ছেন, তা অবশ্যই ভাল🌃 করে পড়ে দিন। লোকেশন, মেসেজ পড়ার মতো পারমিশনগুলি অবশ্যই পড়ে নিন।
অজানা অ্যাপ্লিকেশন ডাউনলোড/ইনস্টল করা এড়িয়ে চলুন। আপনার গোপন ব্যক্তিগত তথ্য যেমন ওটিপি, পাসওয়ার্ড, পিন এবং কার্ড নম্বর কারও সঙ্গে শেয়ার করবেন না। আরও পড়ুন: ডেটা ফাঁসের তালিকায় বিশ্বের দ্বিতীয়🍸 ভারত! আপনার ব্যক্তিগত তথ্য সু🐓রক্ষিত তো?
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক