ভারতে মধ্যবিত্তের পছন্দের গাড়ির তালিকা বানানো হলে তাতে প্রথম পাঁচে WagonR থাকবেই। ১৯৯৯ সালে লঞ্চের সময় থেকেই চূড়ান্ত বিক্রি মারুতি সুজুকির এই এন্ট্রি লেভেল হ্যাচব্যাকের। আর সময়ের দাবি মাথায় রেখেই তার নয়া ফেসলিফ্ট দিল মারুতি সুজুকি। নয়া রূপে লঞ্চ হল WagonR। কেমন হল নতুন মডেল?সত্যি বলতে নতুন WagonR-এ আগের ভার্সনের চেয়ে খুব বেশি ডিজাইনের পরিবর্তন নেই। প্রকৃতপক্ষে Maruti Suzuki শুধুমাত্র গাড়ির রঙের স্কিম এবং অ্যালয় হুইল আপডেট করেছে। স্টাইলিশ ডুয়াল-টোন অপশন যোগ করা হয়েছে। সেটি শুধুমাত্র টপ Z+ ভ্যারিয়েন্টেই হবে। কালো ছাদের সাথে গ্যালান্ট রেড এবং কালো ছাদের সাথে ম্যাগমা গ্রে অপশন পাওয়া যাবে।কেবিনও আপডেট হয়েছে। প্রিমিয়াম বেইজ এবং গাঢ় ধূসর ফ্যাব্রিক ডিজাইন পাওয়া যাবে। ফলে আগের তুলনায় WagonR একটু স্পোর্টি হয়েছে। নতুন WagonR পেট্রোল ভেরিয়েন্টে ইন্টিগ্রেটেড স্টার্ট-স্টপ ইঞ্জিনও থাকছে। AMT ট্রান্সমিশনে নতুন Maruti Suzuki WagonR-এ হিল হোল্ড অ্যাসিস্ট থাকবে। এছাড়া একটি আপডেটেড স্মার্টপ্লে স্টুডিয়ো-সহ একটি নতুন সাত ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিনও দেওয়া হয়েছে৷ মারুতি সুজুকির সিনিয়র এগজিকিউটিভ ডিরেক্টর (বিপণন ও বিক্রয়) শশাঙ্ক শ্রীবাস্তব বলেন, প্রতি ৪ জনের মধ্যে ১ WagonR গ্রাহক নতুন গাড়ি কেনার সময়ে সেই WagonR-ই কেনেন। এটিই গাড়িটির জনপ্রিয়তার সবচেয়ে বড় নিদর্শন।