কম দামি হোক বা দামি। গাড়িতে ৬টি এয়ারব্যাগ থাকতে হবে। সুরক্ষা নিশ্চিত ক🐭রতে এমনই প্রস্তাব কেন্দ্র সরকারের। তবে কেন্দ্রের এই ভাবনার সঙ্গ📖ে দ্বিমতে দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা। মারুতি সুজুকির মতে, এর ফলে কম দামি গাড়ির বাজারে প্রভাব পড়তে পারে। কেন?
মারুতি সুজুকির মূল বাজার হচ্ছে এন্ট্রি লেভেল, কম দামে গাড়ি। অল্টো, ওয়্যাগন আর, সুইফট, বালেনো, সেলেরিও-র মতো গাড়িই🍷 সংস্থার ইউএসপি। তবে XL6, আর্টিগার 🔯মতো কম দামি এমপিভি-ও আছে মারুতি সুজুকির। এই গাড়িগুলির ক্ষেত্রে ক্রেতাদের টানতে দাম অত্যন্ত বেশি প্রভাব ফেলে। মারুতি সুজুকির চেয়ারম্যান আর সি ভার্গব বলেন, 'এর ফলে গাড়ির দাম ২০-২৫ হাজার টাকা করে বেড়ে যাবে। ছোটো গাড়ি ক্রেতাদের ক্ষেত্রে এই দামের পার্থক্যটা যথেষ্ট প্রভাব ফেলবে।'
যদিও কেন্দ্রের প্রস্তাব অনুযায়ী 'ছোটো' গাড়িতে যে ৬টি এয়ারব্যাগ প্রয়োজন, ত💙া কিন্তু নয়। কেন্দ্রের প্রস্তাব বলছে, ৮ সিটার গাড়ির ক্ষেত্রে ন্যূনতম ৬টি এয়ারব্যাগ রাখতেই হবে। যদি প্রস্তাব পাশ হয়, সেক্ষেত্রে অক্টোবরেই নয়া নিয়ম চালু হতে পারে।