Whatsapp Web যাঁরা ব্যবহার করেন, তাঁরা জানেন যে এর জন্য কম্পিউটারের൲ পাশাপাশ𝄹ি ফোনেও ইন্টারনেট কানেকশান জরুরি। কিন্তু, এবার বড়সড় কিছু আপডেট আনতে চলেছে হোয়াটস্যাপ।
স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও কম্পিউটারে কল করার ফিচার আনতে চলেছে অ্যাপ-টি। এর থেকেই তৈরী হয়েছে নতুন জল্পনা- এবার থেকে কী মাল্টি ডিভাইস সিঙ্ক্রোন𓃲াইজেশনে💃র পথে হাঁটবে হোয়াটস্যাপ?
প্রসঙ্গত, গত সপ্তাহেই Whatsapp-এর একটি আসন্ন আপডেটের বিষয়ে খবর প্রকাশ্যে আসে। বর্তমানে Whatsapp Web-এ ভিডিয়ো বা ভয়েস কল করা যায় না। এই খামতিꦏর কারণে Whatsapp-এ কল করতে হলে স্মার্টফোনে সেটা করতে হয়। কল রিসিভ করার ক্ষেত্রেও রয়েছে একই সমস্যা।
হোয়াটস্যাপ ওয়েব-এর নতু𒐪ন আপডেটে সেই খামতি দূর করেছেন নির্মাতারা। Whatsapp Web-এ ডেক্সটপ বা ল্যাপটপেও এবার ভিডিয়ো বা ভয়েস কল করা যাবে।
এর পাশাপাশিই ফোনের ইন্টারেনেটের ছাড়াও কম্পিউটারে স্বাধীনভাবে কল করার🍎 সুবিধা আসতে পারে বলে জানা গিয়েছে। আসন্ন আপডেট-এর এই বড় ফিচারের কথা টুইট করেছে WABetaInfo
Whatsapp নতুন ফিচারটি আনলে সেক্ষেত্রে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে বেশ কিছু ভিডিয়ো কলিং অ্যাপকে। বিশেষ করে পরবর💟্তী পর্যায়ে যদি এতে কনফারেন্স ভিডিয়ো কলের সুবিধা আসে, তা যে সবচেয়ে বেশি জন🐼প্রিয় হবে, তা বলাই বাহুল্য।