ওয়ার্ক ফ্রম হোমের জন্য এখন অনেকেই হোয়াটস্যাপ মোবাইলের পাশাপাশি ল্যাপটপ বা ডেক্সটপে খোলেন। কিন্তু Whatsapp Web-এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হল যে এতে এখনও ভিডিয়ো বা ভয়েস কল করা যায় না।এই খামতির কারণে কোনও প্রয়োজনে হোয়াটস্যাপে কল করতে হলে আবার সেই স্মার্টফোনে সেটা খুলতে হয়।হোয়াটস্যাপ ওয়েব-এর নতুন একটি আপডেটে সেই খামতি দূর করেছেন নির্মাতারা। Whatsapp Web-এ ডেক্সটপ বা ল্যাপটপেও এবার ভিডিয়ো বা ভয়েস কল করা যাবে।কীভাবে ডেক্সটপ বা ল্যাপটপে Whatsapp-এর মতো ভয়েস ও ভিডিয়ো কল করবেন?এর জন্য আপনার ম্যাক বা উইন্ডোজ-এর কম্পিউটারে Whatsapp App-টি থাকতে হবে। সেখানে সাধারণভাবে চ্যাট করার মতো করেই যে কোনও চ্যাটবক্স খুলতে হবে। নতুন আপডেট এসে গেলে সেখানে স্মার্টফোনের অ্যাপের মতোই উপরের ডানদিকে একটি কল ও ভিডিয়ো কলের আইকন দেখতে পাবেন। সেখানে ক্লিক করেই তা স্মার্টফোনের মতো ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে, সুবিধাটি পেতে হলে অবশ্যই আপনার দুটি হার্ডওয়ার প্রয়োজন। একটি হল কোনও অডিয়ো আউটপুট। অর্থাত্ সাউন্ড স্পিকার বা হেডফোন। সেই সঙ্গে লাগবে একটি মাইক্রোফোন ইনপুট। গেমিং হেডফোন ব্যবহার করলে এটি সবচেয়ে সহজ হবে।খুব শীঘ্রই Whatsapp-এর এই আপডেট আসতে পারে বলে জানা গিয়েছে।