JioBoo🦹k 4g Laptop: বাজেট: ১৫,০০০ টাকা। এতে আপনি একটি⛎ মোটামুটি স্মার্টফোন পাবেন। এন্ট্রি লেভেল ট্যাব পাবেন। আবার এই দামেই পাবেন ল্যাপটপও।
কি, বিশ্বাস হচ্ছে না?
এমনই অবিশ্বাস্য, কম দামের ল্যাপটপ আনছে রিলায়েন্স জিও। তাতে আগে থেকেই একটি 4G সিম কার্ড এমবেড করা থাকবে। দাম মাত্র ১৮৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১৫,০০০ টাকা। এই বিষয়ে দুই ওয়াকিবহাল সূত্র মারফত খবর ⛎পেয়েছে রয়টার্স।
এর আগে একেবারে কম দামে JioPhone এনে সফল হয়েছে রিলায়েন্স জিও। এবার সেই ট🐲্রেন্ড বজায় রেখেই সস্তায় 4G-সহ ল্যাপটপ আনা🐻র পরিকল্পনা সংস্থার।
যদিও রিলায়েন্স জিও এখনও এই বিষয়ে কিছু জানায়নি।
JioBook
ম্যাকবুকের নাম𒀰 তো শুনেছেন। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ, প্রান্তিক কম্পিউটার ব্যবহারকারীদের সাধ্যের বাইরে থাকে এই ল্যাপটপ। কিন্তু🍎 JioBook-এর ব্যাপারটি হবে সম্পূর্ণ উল্টো। দেশের প্রতিটি মানুষের কাছে একেবারে কম দামে কম্পিউটারের সুবিধা পৌঁছে দিতেই এই উদ্যোগ মুকেশ আম্বানির সংস্থার।
ইতিমধ্যেই কোয়ালকম এবং মাইক্রোসফ্টের সঙ্গে অংশীদারিত্ব করেছে জিও। অর্থাত্ কোয়ালকমের কাছ থেকে কম দামে কম্পিউটিং চিপ আনার পরিকল্পনা জিও-র। অন্যদিকে Windows OS নির্মাতাকেও এই প্রচেষ্টায় পাশে আনার লক্ষ্য Jio-র। তাদের হাতে বিভিন্ন অ্যাপের ভার দেওয়া হয়েছে। আরও পড়ুন : 5ꦺG Launch: কবের মধ্যে সব ভারতবাসীর কাছে 5G, বꩲলে দিলেন মুকেশ আম্বানি
তবে ল্যাপটপটির OS তৈরি করেছো Jio-ই। এতে তাদের নিজস্ব JioOཧS অপারেটিং সিস্টেম চলবে। JioStore থেকে বিভিন্ন অ্যাপও ডাউনলোড করা যাবে। অফিসের বাইরের কাজ করা কর্পোরেট কর্মীদের জন্য ট্যাবলেটের বিকল্প হিসাবেও এই ল্যাপ🍸টপ পিচ করছে জিও।
ব༒র্তমানে ভারতে Jio ব্যবহারকারীর সংখ্যা ৪২ কোটিরꦉও বেশি। ভারতের বৃহত্তম টেলিকম ক্যারিয়ার জিও।
সূত্রের খবর, খুব বেশি সময় লাগবে না। পুজোর মাস থেকেই ল্যাপটপটি বিভিন্ন প্রতিষ্ঠানে পৌঁছে যাবে। কেমন প্রতিষ্ঠান? এই তালিকায় আছে স্কুল এবং বিভিন্ন সরকারি কর্মক্ষেত্র। অর্থাত্, কম বাজেটেই যাতে দেশের সর্বত্র সস্তার কম্পিউট𝕴ার পৌঁছে দেওয়া 🥀যায়, সেই বিষয়টিই দেখা হবে। অন্যদিকে আগামী ৩ মাসের মধ্যেই বাজারে এটি লঞ্চ হতে পারে। JioPhone-এর মতোই, একটি 5G এনাবেলড ভার্সান আসবে বলেও মনে করা হচ্ছে।
গত বছরের শেষ দিকেই বাজারে সস্তার স্মার্টফোন জিওফোন আসে। সমীক্ষা সংস্থা কাউন্টারপয়েন্টের মতে, রিলিজের পর থেকেই সেই হ্যান্ডসেটটি এন্ট্রি লেভেলে ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া স্মার্টফোন। গত তিন ত্রৈমাসিকে দেশে এই সেগমেন্টে বিক্রি হওয়া প্রতি ৫টি স্মার্টফোনের মধ্যে একটি ছিল JioPhone। আরও পড়ুন : ‘মুকেশকে ꦰধরতে আমাদের অনেক দৌড়তে হয়েছে,’ স𓆉্বীকার করলেন Airtel কর্তা