অবশেষে সাব-কমপ্যাক🎉্ট এসইউভি ‘Punch’ প্রকাশ করল টাটা মোটরস। পাঞ্চ H2X উপর ভিত্তি করে যে গাড়ি টাটা মোটরস অটো এক্সপো ২০২০-তে প্রদর্শিত করেছিল।
অটো এক্সপো൩ ২০২০-তে টা🦂টা H2X কনসেপ্ট প্রকাশ করেছিল। সেই কনসেপ্টকেই বাস্তবায়িত করা হয়েছে টাটা পাঞ্চ-এ।
ইঞ্জিন
থাকছে ১.২ লিটার রেভোট্🔯রন পেট্রোল ইঞ্জিন। টাটা পাঞ্চ ম্যানুয়াল(এমটি) এবং ꧂অটোম্যাটিক(এএমটি) ট্রান্সমিশনের অপশনে পাওয়া যাবে।
১১৯৯ সিসি, ৩ সিলিন্ডার। ৮৬ PS power এবং 113 Nm টর্ক উৎপন্ন হবে৷ রয়েছে ৫-স্পিড ম্যানুয়াল এবং অওটোম্যাটিক গিয়ারবক্স৷
থাকছে ২টি ড্রাইভ মোড-City এবং Eco ড্রাইভ মোড।
জোর নিরাপত্তায়
আন্তর্জাতিক NCAP-এ ফাইভ স্টার রে🍨টিং পেয়েছে Tata Punch । অ্যাডাল্ট যাত্রীদের জন্য রেটিং ৫ স্টার। শিশু যাত্রীদের জন্য সুরক্ষা রেটিং ৪ স্টার। এই দামের গাড়ির ক্ষেত্রে যা বেশ ভাল।
Impact♕ 2.0 ডিজাইন ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে এর সুরক্ষায় জোর দেওয়া হয়েছে। এর আগে টাটা আলট্রোজেও💞 এই ডিজাইন ব্যবহার করে সাফল্য পেয়েছে টাটা মোটর্স।
টাটা পাঞ্চ-এর দাম (Tata Punch Price)
টাটা Punch-এর দাম শুরু হচ্ছে ৫.৪৯ লক্ষ টাকা (প্রাক্তন শোরুম, দিল্লি) থেকে। টপ মডেল, ক্রিয়েটিভ ভেরিয়েন্টের দাম ৮.৪৯ লক্ষ টাকা। মোট🦩 ৪টি ভেরিয়েন্ট রয়েছে।
প🦋ঞ্চ টাটা মোটর্সের প্রোডাক্ট লাইনে নেক্সনের ঠিক পরেই থাকবে।
এই দামে অন্য অপশন কী?
মারুতি সুজুকির Ignis, মাহিন্দ্রার KUV 100🧸, নিসানের ম্যাগনাইট এবং রেনল্টের কিগার-ও আছে এই একই সেগমেন্টে।