ভারতে সস্তার গাড়ির বিক্রি বেশি। ক্রয় ক্ষমতা বাড়লেও অনেকেই গাড়ি কেনার সময়ে ভরসাযোগ্য সংস্থা ও মাইলেজের খোঁজ করেন। আর বর্তমানে পেট্রোলের মূল্যবৃদ্ধির বাজারে তাই সিএনজি ভালো অপশন হতে পারে।চলতি বছরই বাজারে বেশ কয়েকটি সিএনজি গাড়ি এসেছে। মারুতি সুজুকি ১টি এবং টাটা ২টি নতুন সিএনজি গাড়ি লঞ্চ করেছে।Maruti Alto 800 CNGএটি দেশের সবচেয়ে সস্তার সিএনজি গাড়ি। LXI মডেলের দাম ৪.৮৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Alto 800 CNG একটি 0.8-লিটার 3-সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত। এটি 41PS এবং 60Nm পিক টর্ক দেয়। সিএনজিতে ৩১.৫৯ কিমি/কেজি মাইলেজ দেবে বলে দাবি সংস্থার।Maruti S-Presso CNGদুই নম্বরে রয়েছে মারুতি এস-প্রেসো। LXI মডেলের দাম শুরু হচ্ছে ৫.২৪ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে। গাড়িটিতে 1.0-লিটার ইঞ্জিন আছে, যা 59PS এবং 78Nm পিক টর্ক জেনারেট করে। সিএনজিতে ৩১.২ কিমি/কেজি পর্যন্ত মাইলেজ দেয়।Maruti Eeco CNGতালিকায় তৃতীয় গাড়িটিও মারুতির। সেভেন সিটার গাড়ি। Maruti Eeco-এর CNG ভেরিয়েন্টের দাম ৫.৮৮ লক্ষ টাকা (এক্স-শোরুম)। Maruti Eeco CNG-তে 1.2L পেট্রোল ইঞ্জিন আছে। এটি 6000rpm-এ 62bhp এবং 3000rpm-এ 85Nm পিক টর্ক জেনারেট করে৷ ARAI ফুয়েল ইকোনমি হল ২০.৮৮ কিমি/কেজি।Tata Tiago CNGচলতি বছরেই টাটা টিয়াগো সিএনজি লঞ্চ হয়েছে। দাম ৬.০৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। Tata Tiago CNG-তে 1.2-লিটার রেভোট্রন ইঞ্জিন আছে। ইঞ্জিনটি 73 PS-এর পাওয়ার আউটপুট দেয়। 165 মিমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন।