এই ধরণের প্রতারকরা বেশিরভাগ ক্ষেত্রে এমন URL ব্যবহার করে যে আসলের সঙ্গে কোনও ফারাকই করা যায় না। তা সত্ত্বেও টুকটাক এদিক-ওদিক থাকেই। তাই অহেতুক লম্বা URL, ভুল বানান, অতিরিক্ত শব্দ বা অক্ষর যোগ করা আছে দেখলেই সেই সাইট থেকে কেটে পড়ুন।শপিং সাইট তার নিজস্ব অ্যাপ থেকে খোলাটাই শ্রেয়। কম্পিউটার থেকে খুললে সঠিক URL দিয়ে সাইটে প্রবেশ করুন।অফার আছে বলে কোনও মেসেজ এলে সেই লিঙ্কে সঙ্গে সঙ্গে ক্লিক করবেন না।'অভিনন্দন! লাকি ড্র-তে আপনি একটি iPhone 13 Pro জিতেছেন। গিফট ক্লেইম করতে লগ ইন করুন,' এই ধরণের অফার দেখলেই সাবধান। ই-কমার্স সাইট কখনই আপনাকে এভাবে যেচে যেচে জিনিস বিলিয়ে দেবে না।