Chrome Browser ব্যবহার করেন? এখনই আপডেট করুন, সতর্কতা জারি করেছে Google
1 মিনিটে পড়ুন Updated: 27 Sep 2021, 09:19 AM IST- ত্রুটিকে কাজে লাগিয়ে যে সিকিউরিটি ব্রিচ করা যায়, সে♉ বিষয়ে ধারণা হয়ে গিয়েছে হ্যাকার🌱দের।
গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের নিরাপত্তা সুনিশ্𝄹চিত করার সমস্ত প্রচেষ্টা করছে সংস্থা। সেই কারণে CVE-2021-37973 ত্রুটির ডিটেইলস-এর বিষয়ে সমস্ত তথ্য গোপন রাখছে তারা। নিরা👍পত্তার জাল ভেঙে যে প্রবেশ ঘটেছে, তা খুঁজেও পেয়েছেন গুগল-এর কর্মীরাই।
ঝুঁকির দিক থেকে এটিকে 'High' বলে চিহ্নিত করেছে গুগল। অর্থাত্ বিষয়টি বেশ চিন্তাꦛর।নবতম এই জিরো ডে চলতি বছরের একাদশতম 'Use-After-Free'(UAF) জাতীয় দুর্বলতা। চলতি সেপ্টেম্বরেই এই ধরণের ১০টি UAF-এর খোঁজ মিলেছে ক্রোমে। ফলে ক্রোমের নিরাপত্তা নিয়ে ক্রমেই শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে।