বাজারে সব দামের সেগমেন্টেই আকর্ষণীয় সব স্মার্টফোন রয়েছে। কম-মিড দামেও এখন দুর্দান্ত সব ফিচার পাওয়া যায়। তেমনই এক ফিচারে ঠাসা স্মার্টফোন Redmi Note 10S।চলতি বছর মে মাসে ভারতের বাজারে আসে এই স্মার্টফোন। এই স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় দিক নিঃসন্দেহে এর ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা-সহ কোয়াড ক্যামেরা সেটআপ। তাছাড়া সেলফি ক্যামেরাটিও মন্দ নয়। আছে ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকেও যথেষ্ট আশাপ্রদ স্পেসিফিকেশন। থাকছে ৫০০০ mAh-এর ব্যাটারি। সঙ্গে উপরি পাওনা 33W-এর ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। ফলে, সারাদিন ধরে ফোনের হেভি ইউজ করেন যাঁরা, তাঁদের জন্য পারফেক্ট।এছাড়া এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিও বেশ অন্যরকম। এটিতে রয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।ফোনটির ডিসপ্লে-র স্পেসিফিকেশনও ভাল। রয়েছে ফুল HD+ Super AMOLED ডিসপ্লে ।এক নজরে দেখে নিন Redmi Note 10S -এর স্পেসিফিকেশন (Redmi Note 10S Specifications)১. RAM : 6GB/8GB২. ইন্টারনাল মেমরি : 64GB / 128GB৩. প্রসেসর : MediaTek Helio G95৪. ব্যাটারি : 5,000mAh (33W VOOC ফাস্ট চার্জিং)৫. ডিসপ্লে : 6.43-inch AMOLED (1080 x 2400 রেজোলিউশান)৬. রিয়ার ক্যামেরা : 64MP + 8MP + 2MP + 2MP (থাকছে AI পোট্রেট, ডুয়াল ভিডিয়ো, ডায়নামিক বোকেহ, নাইট মোড-এর মতো অপশন।)৭. ফ্রন্ট ক্যামেরা : 13MP৮. রঙ : নীল, গ্রে ও সাদা।Redmi Note 10S-এর দাম (Redmi Note 10S Price)Redmi Note 10S-এর দাম ১৪,৯৯৯ টাকা (6GB+64GB)।6GB RAM এবং 128GB স্টোরেজ ভ্যারিয়্যান্টের দাম ভারতে ১৫,৯৯৯ টাকা।