বাংলা নিউজ > বিষয় > Delhi elections 2020
Delhi elections 2020
সেরা খবর
সেরা ভিডিয়ো
দিল্লি ভোটের আগে শাহিন বাগ নিয়ে কড়া মনোভাব নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন যে বিজেপিকে এমন ভাবে দিল্লির জনগণের ভোট দেওয়া উচিত, যাতে কারেন্ট লাগে শাহিন বাগে। অমিতের কথায় বিজেপি জিতলে দেশ নিরাপদ থাকবে এবং শাহিন বাগের মতো হাজার ঘটনা রোখা যাবে। প্রসঙ্গত নাগরিকত্ব আইন পাশ হওয়ার পর থেকে দক্ষিণ দিল্লির শাহিন বাগে ধর্না বিক্ষোভে বসেছেন নাগরিকরা। মূলত মুসলমান মহিলাদের নেতৃত্বে এই বিক্ষোভ চলছে লাগাতার। অমিত শাহর মন্তব্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেডিইউ নেতা প্রশান্ত কিশোর। তিনি বলেন আট তারিখ প্রেমের সঙ্গে ইভিএম বোতাম ব্যবহার করা উচিত। সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ কোনও ভাবে বিনষ্ট হওয়া উচিত নয়, বলেই জানান প্রশান্ত। এর আগেও নাগরিকত্ব বিল ও এনআরসি নিয়ে বিজেপির একহাত নেন প্রশান্ত কিশোর।প্রশান্তের সংগঠন আই-প্যাক দিল্লি ভোটের জন্য আপের সঙ্গে চুক্তিবদ্ধ।এর আগে কপিল মিশ্র বলেছেন যে দিল্লিতে শাহিনবাগ সহ অন্যান্য মিনি পাকিস্তান গড়ে উঠেছে। সেই ভাষায় না বললেও শাহিন বাগ বিক্ষোভে যে দেশের নিরাপত্তার জন্য বিপজ্জনক তা বুঝিয়ে দিয়েছেন অমিত শাহ। এর বিরুদ্ধেই প্রতিবাদ করলেন কপিল মিশ্র।