নমস্তে ট্রাম্প-ভারত ও আমেরিকার মধ্যে গভীর সম্পর্কের কথা তুলে ধরলেন মোদী
Updated: 24 Feb 2020, 03:08 PM ISTꦺমোতেরা স্টেডিয়ামে ট্রাম্পের সম্মানে অনুষ্ঠিত সভায় ভারত-মার্কিন সম্পর্কের গভীরতার কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেন নিছক এটি একটি পার্টনারশিপ নয়, দুই দেশের মধ্যে নিবিড় ও গভীর সম্পর্ক রয়েছে। একটি যদি মুক্তদের জমি হয়, অন্যটি বিশ্বাস করে বসুদেব কুটুম্বমের আদর্শে। এক দেশে রয়েছে স্ট্যাচু অফ লিবার্টি, অন্য দেশে স্ট্যাচু অফ ইউনিটি। এইভাবে, দুই দেশের মধ্যে মিলগুলি তুলে ধরেন প্রধানমন্ত্রী। দুই দেশের মানুষের আশা, আকাঙ্খা ও চ্যালেঞ্জ একই রকমের বলে জানান তিনি। ট্রাম্প আসায় ভারত-মার্কিন সম্পর্কের নয়া অধ্যায় শুরু হচ্ছে বলে জানান তিনি। এটি উভয় দেশের মানুষের সমৃদ্ধি বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন মোদী। ট্রাম্প পত্নী মেলানিয়ারও প্রশংসা করেন তিনি। বিমানবন্দর থেকে মোতেরা স্টেডিয়ামে আসার পথে মানুষের উত্সাহ ভারতের অতিথি বত্সলতার উদাহরণ বলেন ট্রাম্পের উদ্দেশ্য বলেন মোদী।