Updated: 11 Mar 2025, 07:24 PM IST
লেখক Ranita Goswami
সারেগামাপা-২০২৪ শেষ। তবুও এবার এখনও দর্শকদের সকলের মন ছুঁয়ে রয়েছে গানের এই রিয়েলিটি শো। দর্শকদের মনে দাগ কেটে গিয়েছে এই রিয়েলিটি শোয়ের নানান সুন্দর মুহূর্ত…। অনেকেরই প্রশ্ন প্রতিযোগিতা শেষে এখন কী করছেন শোয়ের প্রতিযোগীরা? কী করছেন দেয়াশিনী, অতনু, ময়ূরী, সাঁই আরাত্রিকা, অনীকরা? সারেগামাপা-২০২৪ শেষে কীভাবে সময় কাটছে অনীকের, তারই কিছু ঝলক উঠে এসেছে ফেসবুকের পাতায়। যেখানে দেখা গেল, এই মুহূর্তে গ্রামের বাড়িতে ছুটে বেড়িয়ে, খেলাধুলা করে, আর পাঁচজন কিশোরের মতোই দিন কাটছে অনীকের। সময় কাটছেন ছোট্ট ভাই আর পরিবারের অন্যান্যদের সঙ্গে।