Durga Puja 2024: মা দুর্গার মাথার পিছনে বাসুকি, নিয়ম ভেঙেই সাঁওতালি মন্ত্রে দেবী দুর্গার পুজো করেন সরস্বতী!
Updated: 08 Oct 2024, 02:59 PM IST লেখক Ayan Das মা দুর্গার মাথার পিছনে বাসুকি, সাঁওতালি মন্ত্রে দেব🌱ী দুর্গার আরাধনা করা হয় বাঁকুড়ায়। বাঁকুড়ার হীরাবাঁধের দোমোহানি গ্রামে আদিবাসী রমণী সরস্বতী হাঁসদা সেই পুজো করেন। অথচ যখন পুজো শুরু কর🧸েছিলেন, তখন কিছুটা দুশ্চিন্তার মধ্যেই ছিলেন। সরস্বতীর দাবি, মা দুর্গার স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেছিলেন। কিন্তু আদিবাসী সমাজে এরকম চল না থাকায় দুশ্চিন্তা ছিলেন। বাধাও এসেছিল। বিস্তারিত দেখুন ভিডিয়োয় -