শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব, বেলুড়ে ভক্ত সমাগম
Updated: 01 Mar 2025, 08:06 PM IST Laxmishree Banerjee ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ১৯০ তম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই বেলুড় মঠে উপচে পড়🥀ছে ভিড়। জানা গিয়েছে, ভোর সাড়ে পাঁচটায় মূল মন্দিরে ঠাকুরের মঙ্গলার✱তীর মধ্যে দিয়ে যে পুজোর সূচনা হয়। সকালে ঊষা কীর্তন করা হয়। এরই পাশাপাশি মূল মন্দিরের ডানদিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি স্তবগান, বেদ পাঠ, কথামৃত পাঠ, দুপুর ৩:৫০ মিনিটে ধর্মসভা ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি উদযাপিত হবে।