Updated: 07 Sep 2020, 11:10 PM IST
HT Bangla Correspondent
কঙ্গনা রানাওয়াতকে সিআরপিএফ নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। হিমাচল সরকারের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। কঙ্গনার নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১১-১২জন জওয়ান ও একজন অফিসার। কঙ্গনাই প্রথম অভিনেতা যিনি এরকম Y+ নিরাপত্তা পাচ্ছেন। মূলত শিবসেনা তাঁকে মুম্বইয়ে ঢুকতে না দিতে দেওয়ার হুমকি দেওয়ার পরেই এই নিরাপত্তার জন্য আবেদন করেছিলেন অভিনেত্রীর পরিবার।
তবে কঙ্গনার এই নিরাপত্তা পাওয়াতে অসন্তুষ্ট মহারাষ্ট্র সরকার। রাজ্যের গৃহমন্ত্রী অনিল দেশমুখ বলেন যে কঙ্গনা তো মুম্বই ও মহারাষ্ট্রকে অপমান করেছে। এটা দলের বিষয় নয়। বিজেপি কেন কঙ্গনাকে সমালোচনা না করে সমর্থন করছে, সেই প্রশ্ন করেন। যদিও এদিন প্রাক্তন মহারাষ্ট্র মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফডণবীশ বলেন যে তাঁরা কঙ্গনার মুম্বই পাক অধিকৃত কাশ্মীরের মতো উক্তিকে সমর্থন করেন না।