Updated: 18 Sep 2020, 12:41 PM IST
লেখক Priyanka Mukherjee
বৃহস্পতিবার মহালয়ার দিনে সুশান্তের প্রথম মোমের মূর্তির উন্মোচন হল আনানসোলে। ৫ ফুট ১০ ইঞ্চির সুশান্তের এই মোমের মূর্তি তৈরি করে দুনিয়াকে চমকে দিলেন বাংলার ভাস্কর্য শিল্পী সুশান্ত রায়। বর্ধমান জেলার আসানসোলের মহিশীলা কলোনীতে শিল্পীর নিজস্ব ওয়াক্স মিউজিয়ামেই রাখা হয়েছে সুশান্তের এই মোমের মূর্তি।ইতিধ্যেই আসানসোলের মানুষ ভিড় জমাচ্ছেন মিউজিয়ামে। সেলফি তুলছে প্রিয় তারকার মূর্তির সঙ্গে। শিল্পী জানিয়েছেন, আমি নিজে সুশান্তের ভক্ত, ওঁনার এই ভাবে চলে যাওয়া আমার কাছেও মেনে নেওয়া সম্ভবপর হচ্ছে না। তাই এইভাবেই ওঁনাকে শ্রদ্ধা নিবেদন করলাম'। তিনি যোগ করেন, সুশান্তের পরিবার চাইলে তিনি আরও একটি মোমের মূর্তি বানিয়ে দেবেন।সুশান্ত রায়ের নাম বাংলার শিল্পীমহলে পরিচিত। কলকাতার মাদার টেরিজা ওয়াক্স মিউজিয়ামের বহু মূর্তি তিনি গড়েছেন। তিন মাসেরও বেশি সময় অতিক্রান্ত, অভিনেতার মৃত্যু রহস্যের কিনারা এখনও অধরা। সুশান্তকে অকালে হারানোর শোক এখনও ভুলতে পারছে না গোটা দেশ। এর মাঝে মহলয়ার দিন সুশান্ত যেন নতুন করে প্রাণ পেল শিল্পীর হাতের ছোঁয়ায়।