বাংলা নিউজ >
দেখতেই হবে > একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফ্রান্সে মোদী.. ম্যাক্রোঁ জানালেন অভ্যর্থনা, দৃশ্যের কোলাজ একনজরে
একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফ্রান্সে মোদী.. ম্যাক্রোঁ জানালেন অভ্যর্থনা, দৃশ্যের কোলাজ একনজরে
Updated: 13 Feb 2025, 12:34 AM IST Laxmishree Banerjee ১১ অক্টোবর ১৪তম ভারত-ফ্রান্স সিইও ফোরামে যোগ দিতে প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখা করেছেন ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে। মোদীকে সে দেশে স্বাগত জানাতে আলিঙ্গন করেছেন ফরাসি রাষ্ট্রপতি। এআই অ্যাকশন সামিটের আয়োজন করার জন্য ইমানুয়েল ম্যাক্রোঁকে শুভেচ্ছা জানিয়েছেন মোদী। জানা গিয়েছে, বুধবার মার্সেইত🔜ে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। জানা গিয়েছে, মার্সেইতে ইন্টারন্যাশনাল থার্মোনিউক্লিয়ার এক্সপেরিমেন্টাল রিঅ্যাক্টর প্রজেক্ট পরিদর্শন করার কথা রয়েছে তাঁদের। এরপর বিশ্বযুদ্ধে শহিদ হওয়া ভারতীয় সৈন্যদের সম্মান জানাতে মাজারগুয়েস ওয়ার সিমেট্রিতেও যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।