আপ সরকারের দাবি দিল্লিতে করোনায় মৃত হাজার, সংখ্যাটি দ্বিগুণ বলছে বিজেপি পুরসভা
Updated: 12 Jun 2020, 11:07 AM IST লেখক Arghya Prasun Roychowdhury ঠিক কতজন করোনায় মারা গিয়েছেন দিল্লিতে। আম আদমি পার্ꦫটির সরকারের দাবি যে বৃহস্পতিবার সংখ্যাটি ছিল ৯৮০। ꦦঅন্যদিকে সমস্ত অন্ত্যেষ্টিস্থল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই সংখ্যাটি দুই হাজারের বেশি বলে দাবি নিউ দিল্লি মিউনিসিপাল করপোরেশনের। এনডিএমসি স্ট্যান্ডিং কমিটির চেয়ারপার্সন জয়𝔉 প্রকাশ জানিয়েছেন এখনও পর্যন্ত ২০৯০ জন করোনায় মারা গিয়েছেন রাজধানীতে। জুলাইয়ের শেষে দিল্লিতে আক্রান্তের সংখ্যা সা়ড়ে পাঁচ লক্ষ ছাড়াবে বলে আশঙ্কা উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার।