'জিয়ো ছাড়লে কৃষক বিক্ষোভে সমর্থন', এয়ারটেল-ভিআইয়ের বিরুদ্ধে 'প্ররোচনা'-র অভিযোগ
Updated: 15 Dec 2020, 03:26 PM ISTকৃষক বিক্ষোভ নিয়ে কার্যত সম্মুখসমরে জড়াল দেশের টেলিকম অপারেটররা। 'টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া'-কে (ট্রাই) চিঠি লিখে জি𝓰য়ো অভিযোগ করল, কৃষক বিক্ষোভের ফায়দা নিতে অনৈতিকভাবে মোবাইল নম্বর পোর্টেবিলিটি প্রচার চালাচ্ছে এয়ারটেল এবং ভিআইএল। চিঠিতে মুকেশ আম্বানির সংস্থার তরফে অভিযোগ করা হয়ছে, 'ওরা ভ্রান্ত দাবি ▨করে মানুষকে প্ররোচিত করছে যে জিয়ো নম্বর থেকে তাদের নেটওয়ার্কে যাওয়ার মাধ্যমে কৃষকদের বিক্ষোভে সমর্থন জানানো হবে।' বিস্তারিত জানতে দেখুন ভিডিয়ো -