পাক-চিনের JF-17-র থেকে ভারতের LCA Tejas অনেক শক্তিশালী, জানালেন বায়ুসেনা প্রধান
Updated: 15 Jan 2021, 02:38 PM IST HT Bangla Correspondent দুই দিন আগেই ক্যাবিনেটে𒈔 ছাড়পত্র মিলেছে স্বদেশী প্রযুক্তিতে তৈরী তেজস লাইট কমব্যাট এয়ারক্র্যাফটের বরাত দেওয়ার। বানাবে হ্যাল। কতটা কার্যকরী হবে এই যুদ্ধবিমান, সেই কথা জানালেন বায়ুসেনা প্রধান আরকে🎀এস বাদুরিয়া। তিনি জানালেন যে ভারতীয় তেজস অনেক বেশি কার্যকরী ও উন্নত প্রতিপক্ষের যুদ্ধবিমানের চেয়ে। বালাকোটের ম꧃তো হানার জন্য তেজস বেশি কার্যকরী হবে বলে জানান বায়ুসেনা🦋 প্রধান। তিনি বলেন যে শুধু যুদ্ধবিমান নয়, দেশীয় প্রযুক্তিতে তৈরী মিসাইল যেমন ‘অস্ত্র’ ও অন্যান্য আরো বেশি ব্যবহার করা হবে।