Watch Cheetah Cubs born in Kuno: কুনোয় জন্ম ৩ চিতার, দেখুন মা-শাবকের মিষ্টি ভিডিয়ো
Updated: 23 Jan 2024, 01:21 PM IST লেখক Abhijit Chowdhury ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর আফ্রিকার নামিবিয়া থেকে আটটি চিতা এসে পৌঁছেছিল ভারতের মাটিতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে সেই চিতাগুলি আনা হয়েছিল। পরে আফ্রিকা থেকে আরও ১২টি চিতা এদেশে আনানো হয়েছিল। তবে আফ্রꦗিকার থেকে আসা বেশ কয়েকটি চিতার মৃত্যু হয়েছে বিগত দিনে। তবে এবার নামিবিয়া থেকে আসা চি💖তা 'জ্বলা' খুশির খবর দিল। কুনো জাতীয় উদ্যানে থাকা জ্বলা সম্প্রতি জন্ম দিয়েছে তিনটি শাবকের। এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব। গতবছর জ্বলা চারটি শাবকের জন্ম দিয়েছিল। তার মধ্যে তিনটি শাবকের মৃত্যু হয়েছিল।