কালো জাদুতে সিদ্ধহস্ত পাক, তবুও কল্কে পায় না মিথ্যে প্রচার- রাষ্ট্রসংঘে তোপ ভারতের
Updated: 10 Jan 2020, 12:52 PM ISTরাষ্ট্রসংঘে এবার পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। বারবার কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে ভারতকে অস্বস্তিতে ফেলার কৌশল নিয়েছে পাকিস্তান। তার বিরুদ্ধেই এবার গর্জে উঠলেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি সৈয়দ আকবরউদ্দিন। পাকিস্তানের কালো জাদুর কোনও গ্রাহক নেই বলে দাবি করেন তিনি। আকবরউদ্দিন বলেন, 'একটি ডেলিগেশন যারা কালো জাদুতে বিশ্বাসী, তারা আবার মিথ্যাচার করেছে। কিন্তু তাদের কথায় কেউ পাত্তা দেয়নি।' সৈয়দ আকবরউদ্দিন পাকিস্তানকে পরা💝মর্শ দেন যে নিজেদের সমস্যা সমাধান করুন। আপনাদের মিথ্যা প্রচার কেউ শুনবে না। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বিতর্কে অংশ নিয়ে পাকিস্তানের অভিযোগকে এভাবেই খণ্ডন করলেন আকবরউদ্দিন। এর আগে বিতর্কে কাশ্মীর ইস্যু টেনে এনেছিলেন পাকিস্তানের প্রতিনিধি মুনির আক্রম। ৩৭০ অবলুপ্তি, বালাকোট সহ বিভিন্ন প্রসঙ্গের কথা তুলে রাষ্ট্রসংঘে꧋র হস্তক্ষেপের দাবি করেন আক্রম। রাষ্ট্রসংঘের নিরাপত্তা কাউন্সিলের বর্তমান রূপ নিয়েও প্রশ্ন তোলেন আকবর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেই ১৫ সদস্যের ইউএনএসসি তৈরী হয়েছিল, যুগ বদলানোর ফলে তাতে পরিবর্তন করা প্রয়োজন, বলেই সওয়াল করেন আকবরউদ্দিন।