বাংলা নিউজ >
দেখতেই হবে >
টাকা নিয়ে বাংলাদেশ থেকে লোক ঢোকাত ভারতে, পুলিশের জালে অনুপ্রবেশকারীদের 'লিংক ম্যান'
Updated: 22 Feb 2025, 10:28 PM IST
Laxmishree Banerjee
অবশেষে পুলিশের জালে ধরা পড়ল বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের মূল 'লিংক ম্যান'। সীমান্তের কাঁটাতারের বেড়া কেটে টাকার বিনিময়ে বাংলাদেশিদের ভারতে প্রবেশ করানোই ছিল মূল কাজ। বাড়ি হলদিবাড়ির মানিকগঞ্জের অধিকারী পাড়ায়। নাম বিপুল অধিকারী। জানা গিয়েছে, ভারতে অনুপ্রবেশের অভিযোগে জানুয়ারি মাসে ফুলবাড়ির আমাইদিঘি থেকে দুই বাংলাদেশি গ্রেফতার হওয়ার পর থেকেই মূল অভিযুক্তের খোঁজে নেমে পড়ে পুলিশ। অনুপ্রবেশকারীদের গ্রেফতারির সময় পালিয়ে গেলেও, তাদের জিজ্ঞাসাবাদে ফাঁস হয় 'লিংক ম্যান'র আসল সত্য। এরপর প্রায় একমাস ধরে চিরুনি তল্লাশির পর অবশেষে অভিযুক্তকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ। তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় বলে খবর।