পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে ভারতের সহ-অধিনায়ক শুভমন গিল বলে দিয়েছেন যে, ৩০০-৩২৫-এর কাছাকাছি যে কোনও স্কোর খুব ভালো হবে। জিততে হলে তিনশোর কম স্কোর হলে চাপে পড়তে পারে দল। রবিবার (২৩ মার্চ) দুবাইতে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের𒉰 মুখোমুখি হবে। সেই হাইভোল্টেজ ম্যাচের আগে শুভমন গিল কী কী বললেন, জেনে নিন-
‘সবচেয়ে বড় ম্যাচ যে কোনও টুর্নামেন্টের ফাইনাল’
✨ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে গিল কথা বলতে গিয়ে দাবি করেছেন, কোনও টুর্নামেন্টের ফাইনালের চেয়ে বড় নয় এই দ্বৈরথ। শুভমন গিলের মতে, ‘ভারত বনাম পাকিস্তান নিঃসন্দেহে একটি বড় ম্যাচ, তবে ফাইনাল সব সময়েই যে কোনও টুর্নামেন্টের সবচেয়ে বড় ম্যাচ।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি জানি না এটা ওভারহাইপড নাকি আন্ডারহাইপড। তবে এই দ্বৈরথের অনেক ইতিহাস আছে। এবং লক্ষ লক্ষ মানুষ এই ম্যাচটি দেখতে ভালোবাসে। আমি কে যে বলব, এই ম্যাচটি ওভারহাইপড না আন্ডারহাইপড হয়।’
আরও পড়ুন: 🍰ভারতের বিরুদ্ধে পাকিস্তানের জয়ের কোনও সম্ভাবনাই নেই… চাঞ্চল্যকর দাবি পাক প্রাক্তনীর
‘৩০০-৩২৫ ভালো স্কোর’
🀅বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে সেঞ্চুরি করা তারকা ওপেনার দাবি করেছেন, ‘আমরা অবশ্যই ইতিবাচক এবং আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। এই উইকেটে ৩০০-৩২৫ খুব ভালো স্কোর হবে। মধ্য ওভারে যে দল ভালো ব্যাটিং করবে, তারা জেতার আরও ভালো সুযোগ পাবে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘শিশির না থাকলে টস কোনও ব্যাপার হবে না। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করা দলের উপর চাপ থাকবে।’
♛ভারত ও পাকিস্তানের মধ্যে হাইভোল্টেজ লড়াইকে কেন্দ্র করে আগ্রহ একেবারে আকাশছোঁয়া। তবে এই ম্যাচে কিছুটা চাপে থাকবে পাকিস্তানই। কারণ মহম্মদ রিজওয়ানের নেতৃত্বাধীন টিম করাচিতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৬০ রানে হেরেছে। যার নিটফল, আর একটি ম্যাচ হারলে, টুর্নামেন্ট থেকে পাকিস্তান কার্যত ছিটকে যাবে। অন্যদিকে বাংলাদেশের বিরুদ্ধে ভারত ছয় উইকেটে জিতেছে। যার ফলে তারা শক্তিশালী অবস্থানে রয়েছে। এবং রবিবার পাকিস্তানকে হারিয়ে তারা সেমিফাইনাল নিশ্চিত করে ফেলতে চাইবে।
💦ঋষভ পন্তেরও আপডেট দিয়েছেন শুভমন। তিনি জানিয়েছেন যে, উইকেটরক্ষক-ব্যাটসম্যানের ভাইরাল হয়েছে। যে কারণে ভারতের প্রশিক্ষণ সেশন মিস করেছেন তিনি। তাঁর কোনও চোট নেই।
আরও পড়ুন: 🅘গিলের শতরানের জন্য নিজের হাফসেঞ্চুরি বলি দেন কেএল, যদি হার্দিক হতেন… নেটপাড়ায় পুরনো আতঙ্ক
‘সহ-অধিনায়ক হওয়ার পর কিছুই বদলায়নি’
♚চ্যাম্পিয়ন্স ট্রফির মতো টুর্নামেন্টে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ২৫ বছরের শুভমন গিল। এই দায়িত্ব কি তাঁর খেলায় কোনও বদল এনেছে? এই প্রসঙ্গে শুভমন বলেন, ‘ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব পাওয়ার পর কিছুই বদলে যায়নি। যখনই আমি ব্যাটিং করি, একজন ব্যাটার হিসাবেই খেলি। ভারত বনাম পাকিস্তান ম্যাচও কিছু বদলে দেবে না। আমরা খেলি প্রতিটা ম্যাচ জেতার জন্য।’
‘সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরি’
ꦏবাংলাদেশের বিপক্ষে তাঁর সাম্প্রতিক সেঞ্চুরিটিকে সবচেয়ে সন্তোষজনক নক বলে অভিহিত করেছেন গিল। তাঁর মতে, ‘ভারতের জন্য এটি আমার সবচেয়ে সন্তোষজনক সেঞ্চুরির মধ্যে একটি। এই ম্যাচে বেশ চাপ ছিল। তবে আমরা নিশ্চিত করেছিলাম যে, উইকেট যাতে না পড়ে। তবে লক্ষ্য বড় না হওয়ায় সমস্যা হয়নি। আমি চাই প্রতি ম্যাচেই রান করতে।’