Updated: 08 May 2022, 12:44 PM IST
লেখক Sritama Mitra
গরম থেকে রক্ষা পেতে কোন গাছ ঘরে রাখলে ভাল হয়, তার ... more
গরম থেকে রক্ষা পেতে কোন গাছ ঘরে রাখলে ভাল হয়, তার টিপস দিলেন পরিবেশবিদ মধুছন্দা মন্ডল। তাঁর সমীক্ষায় উঠে এসেছে, ঘরে অথবা চার চাকার গাড়িতে বেশ কিছু প্রজাতির গাছ রাখলে সেগুলি উপকার দেয়। কমপক্ষে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম হয় বিশেষ প্রজাতির কিছু গাছ। বলছেন তিনি। মানি প্লান্ট, ড্রাকিলা, এরিকা পাম্প, বাম্বু পাম্প, ফিকাশ ,বেঞ্জামিনা, ছোট রবার গাছ, স্পাইডার প্ল্যান্ট এই তালিকায় রয়েছে। সাকুলেন্ট, বেলি, জেড প্ল্যান্ট, পিস লিলি, অ্যালোভেরা, তুলসী, স্নেক প্ল্যান্ট ঘরে রাখার পরামর্শ দিচ্ছেন তিনি। পরিবেশবিদের দাবি, এইসব গাছের উপর গবেষণা করে দেখা গিয়েছে ঘরের মধ্যে ১০ ডিগ্রি তাপমাত্রা কমাতে সক্ষম এরা।