সাগরের মাঝে কুণ্ডলী পাকাচ্ছে কালো ধোঁয়া! রুশ রণতরী ধ্বংসের হাড়হিম করা ছবি
Updated: 19 Apr 2022, 09:53 PM ISTকৃষ্ণসাগরে রাশিয়ার রণতরীর ডুবে যাওয়ার শেষ মুহূর্তের দৃশ্য অনেককেই নাড়া দিয়েছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধে ক্ষেপণাস্ত্র হামলার জেরে রাশিয়ার এই রণতরী ধ্বংস হয়। রণতরীর শেষ কয়েকটি ক্ষণের দৃশ্য ধরা পড🍒়ে ক্যামেরায়। যা অমলাইনে আসতেই তা নিয়ে আলোচনা শুরু হয়। রাশিয়ার এই রণতরী 'মোস্কভা', ইউক্রেনের ক্ষেপণাস্ত্রে ধ্বংস হয়েছে বলে খবর। প্রবল ধোঁয়ার কুণ্ডলী নিয়ে সাগরের জলে ডুবতে শুরু করে এই রণতরী। রাশিয়া জানিয়েছে, রণতরীতে থাকা অস্ত্র বিস্ফোরণ হওয়ার ফলে আগুন আরও ছড়িয়ে যায়। এদিকে, ইউক্রেন দাবি করেছে তাদের ক্ষেপণাস্ত্র নেপচুন দিয়ে ধ্বংস করা হয়েছে রুশ রণতরীকে। তবে ডুবে যাওয়ার আগে এই রণতরীতে সওয়ার সকলকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া গিয়েছে। রাশিয়ার সামরিক শক্তি ও 'ক্ষমতার' অন্যতম 'প্রতীক' হিসাবে থেকে গেল এই রণতরী।